চট্টগ্রাম মেডিকেলে দুই কর্মীর ঝগড়া, ঘুষিতে মৃত্যু একজনের

এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো
Published : 6 Nov 2023, 01:15 PM
Updated : 6 Nov 2023, 01:15 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গের এক পরিচ্ছন্নতাকর্মীর ‘ঘুষিতে’ অপর এক কর্মচারির মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্গের অফিস সহায়ক মো. ইলিয়াছ (৪৭)।

এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল পাঁচটার দিকে মর্গের সামনের ফুটপাতে ইলিয়াছ ও সমীরণের কথাকাটি হয়। এক পর্যায়ে মধ্যে সমীরণ অফিস সহায়ক ইলিয়াছের মাথায় ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান।

“ইলিয়াছকে উদ্ধার করে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।”

সোমবার বিকালে ইলিয়াছের মৃত্যু হয় বলে জানান এসআই আশেক।