চবি 'বি' ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৮০%

শনিবার ও রোববার দুই শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 09:51 AM
Updated : 19 May 2023, 09:51 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৪২ হাজার ৪৩৭ শিক্ষার্থী।  

বৃহস্পতি ও শুক্রবার মোট তিন শিফটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রামের এই ভর্তি পরীক্ষা হয়। 

এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছিলন ৫২ হজার ৯৯৫ জন।  

তাদের মধ্যে ৮০ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছেন বলেন 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক মাহবুবুল হক জানিয়েছেন। 

গত মঙ্গলবার বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত 'এ' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। মঙ্গলবার ও বুধবার মোট চার শিফটে 'এ' ইউনিটের পরীক্ষা হয়।   

আগামী শনিবার ও রোববার দুই শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।