সরকার পরিবর্তনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
Published : 06 Mar 2025, 09:07 PM
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদের কথা বলেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীম এলাকায় পাহাড় কাটায় জড়িতসহ নানা কারণে আলোচিত ছিলেন। ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
নগরীর আকবর শাহ এলাকায় ২০২৩ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি দল নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটা পরিদর্শনে যান। এরপর কালির ছড়া খাল ভরাটের এলাকায় গেলে তারা বাধার মুখে পড়েন। অভিযোগ আছে কাউন্সিলর জসীমের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়েছিল।
এ ঘটনায় করা মামলায় কাউন্সিলর জসীমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসীমের খোঁজে নগরীর একে খান গেইট এলাকায় তার এক আত্মীয়ের বাসায় পুলিশ নিয়ে গিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তবে সেসময় তিনি সেখানে ছিলেন না।