মামলায় ‘যৌথবাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের’ অভিযোগ করা হয়েছে।
Published : 07 Nov 2024, 02:27 PM
একটি ধর্মীয় সংগঠনকে নিয়ে ফেইসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বুধবার গভীর রাতে এ মামলা দায়ের করেন। সেখানে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।
মামলায় ‘যৌথবাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের’ অভিযোগ করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় মোট ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার রাতে যৌথবাহিনীর হাতে আটক ৮২ জনের মধ্যে বাকি ৩৩ জনকে যাচাই বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
হাজারী গলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের একটি দোকানের মালিক ওসমান মোল্লা ফেইসবুকে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে ‘ব্যাঙ্গাত্মক’ পোস্ট করেন। তা নিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধরা মঙ্গলবার রাতে দল বেঁধে মার্কেটের সামনে জড়ো হয়ে দোকানটি ঘিরে ফেলে।
পরে পুলিশ গিয়ে পোস্টদাতা ওসমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সনাতন সম্প্রদায়ের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। সে সময় তারা পুলিশকে ধাওয়া করে বলে অভিযোগ ওঠে।
মামলায় বলা হয়েছে, বিক্ষুব্ধরা সে সময় যৌথবাহিনীর সদস্যদের দিকে ইটপাটকেল ছুড়ে মারে এবং উপর থেকে অ্যাসিডও নিক্ষেপ করা হয়।
পরে যৌথবাহিনীর সদস্যরা হাজারী লেইন এলাকায় অভিযান চালিয়ে ৮২ জনকে আটকের কথা জানায়। বুধবার হাজারী লেইনের সকল দোকানপাটও বন্ধ রাখা হয়।
পুরনো খবর-