অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে বাসে আগুন, ঝটিকা মিছিল

অবরোধের সমর্থনে বিএনপির সহযোগী সংগঠনগুলো ঝটিকা মিছিল করেছে নগরীর বিভিন্ন রাস্তায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 07:36 AM
Updated : 6 Nov 2023, 07:36 AM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের আনোয়ারায় একটি বাসে এবং নগরীতে অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়।”

আর পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, রাত ৩টার দিকে আতুড়ার ডিপো এলাকায় রাস্তার পাশে অটো রিকশা রেখে চালক দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বত্ত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।  

অবরোধের সমর্থনে বিএনপির সহযোগী সংগঠনগুলো এদিন ঝটিকা মিছিল করেছে নগরীর বিভিন্ন রাস্তায়।

সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়েও মানুষ রাস্তায় বেরিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ও গণপরিবহনের সংখ্যা বেড়েছে।

অভ্যন্তরীণ গণপরিবহন, পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল করছে। তবে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এরপর গত ২৯ অক্টোবর হরতাল ডাকে বিএনপি ও জামায়াত ইসলামী।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে দলদুটি। সেই অবরোধ শেষে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয় নতুন করে।

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল হয় চট্টগ্রামে।

হরতাল-অবরোধের দিন ভোরে চট্টগ্রামের পতেঙ্গায় ও রাতে বায়েজিদ এলাকায় দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।