আবুল হোসেনের বাড়ি ঢাকার সাভার থানার কাঞ্চনপুর গ্রামে।
Published : 14 Feb 2024, 10:58 AM
চার বছর আগে ইয়াবা উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত মঙ্গলবার আসামি মো. আবুল হোসেনের উপস্থিতিতে এই রায় দেয়।
আবুল হোসেনের বাড়ি ঢাকার সাভার থানার কাঞ্চনপুর গ্রামে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৯ সালের ২৫ জানুয়ারি মইজ্জ্যারটেক এলাকা থেকে আবুল হোসেনকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার এসআই মনিরুল ইসলাম তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। ২০২০ সালের ১৯ অক্টোবর অভিযোগ গঠন এবং সাতজনের সাক্ষ্য শেষে রায় এলো।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)