ওই শিক্ষককে সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
Published : 20 Nov 2023, 07:56 PM
বিধি মোতাবেক প্রশ্ন না করায় চট্টগ্রাম নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানটির ধর্ম বিষয়ের ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী।
তিনি বলেন, “বিধি হলো- কোনো স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের নাম সরাসরি উল্লেখ করে এমন উদ্দীপক প্রশ্ন করা যাবে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন উদ্দীপকও করা যাবে না।
“এই বিধি ভঙ্গ হওয়ায় প্রশ্নকর্তা শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।”
১৬ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানটিতে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ‘ইসলাম ও নৈতিকতা শিক্ষা’ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হয়। আড়াই ঘণ্টার ওই পরীক্ষায় ১০ নম্বরের মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়।
প্রশ্নপত্রের প্রথম প্রশ্নে চট্টগ্রামের একটি প্রসিদ্ধ দরবার শরীফের নাম উল্লেখ করে সেখানে এক নিঃসন্তান দম্পতির ‘যাওয়ার সিদ্ধান্ত’ ও ‘সেখানে গিয়ে সন্তান কামনা’র কথা উল্লেখ করা হয়।
পাশাপাশি সেখানে ‘জনৈক এক ব্যক্তি’ ওই দম্পতির কর্মকাণ্ড দেখে ‘তারা ক্ষমার অযোগ্য’ কাজ করেছে বলে উল্লেখ করা হয়।
১০ নম্বর মানের ওই প্রশ্নটিতে এই উদ্দীপক সংক্রান্ত মোট ৭ নম্বরের দুটি অংশের (গ ও ঘ) উত্তর দিতে বলা হয়।
এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্নপত্রটি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পরে সোমবার প্রশ্নকর্তা ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্কুল। ওই শিক্ষককে সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
প্রায় আট হাজার শিক্ষার্থীর ওই শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী সংখ্যা প্রায় চারশ জন।