ভালো শুরুর পর খরুচে বোলিং করলেন মুস্তাফিজুর রহমান।
Published : 24 Apr 2024, 12:24 AM
শেষ ওভারে প্রয়োজন ১৭ রান। স্ট্রাইকে শতরান করে অপরাজিত মার্কাস স্টয়নিস, বোলিংয়ে মুস্তাফিজুর রহমান। হাতছানি রোমাঞ্চকর লড়াইয়ের। কিন্তু তেমন কিছু হতে দিলেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। একের পর এক বাউন্ডারিতে মুস্তাফিজকে উড়িয়ে চেন্নাই সুপার কিংসের দুর্গে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে এনে দিলেন অসাধারণ জয়।
আইপিএলে মঙ্গলবার ৬ উইকেটে জিতেছে লোকেশ রাহুলের দল। চেন্নাইয়ের ২১০ রান তারা পেরিয়ে গেছে ৩ বল বাকি থাকতে।
দুর্দান্ত এই জয়ের নায়ক স্টয়নিস। ৬৩ বলে ছয় ছক্কা ও ১৩ চারে তিনি অপরাজিত ১২৪ রানে।
বিবর্ণ দিনে ৩.৩ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।
শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা ও চার মারেন স্টয়নিস। তৃতীয় বলটি মুস্তাফিজ করেন ‘নো’, সেটিতেও হয় চার। ফ্রি হিটে আরেকটি চারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্টয়নিস।
পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে নিজের প্রথম বলেও চার হজম করেন মুস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে লেংথ বলে একটু জায়গা পেয়ে কাভার ও মিড অফের মাঝ দিয়ে বাউন্ডারিতে পাঠান রাহুল।
পরের বলে জায়গা করে নিয়ে মারার চেষ্টায় প্রায় বোল্ডই হয়ে যাচ্ছিলেন ব্যাটসম্যান। ব্যাটে খেলতে পারেননি, বল বেরিয়ে যায় অফ স্টাম্পের উপর দিয়ে।
তৃতীয় বলে সজোরে চালিয়ে দিলেও ব্যাটে খেলতে পারেননি রাহুল। পরের বলেই তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। জায়গা করে নেওয়ার চেষ্টায় লেগে সরে যান ব্যাটসম্যান, বাঁহাতি পেসার বল রাখেন অফ স্টাম্পেই। ঠিক মতো খেলতে পারেননি রাহুল, সহজ ক্যাচ যায় এক্সট্রা কাভারে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।
পরের দুটি বল ডট খেলেন নতুন ব্যাটসম্যান দেবদুত পাডিক্কাল।
পঞ্চদশ ওভারে ফের বল হাতে পান মুস্তাফিজ। সে সময়ে লাক্ষ্ণৌর প্রয়োজন ছিল ৬ ওভারে ৮৭ রান। বাঁহাতি পেসার করেন খরুচে বোলিং। নিকোলাস পুরানের ব্যাটে হজম করেন চার, স্টয়নিসের ব্যাটে ছক্কা। ওভার থেকে আসে ১৩ রান।
শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৪৭ রান। অষ্টাদশ ওভারে আক্রমণে ফিরে দ্বিতীয় বলে ছক্কা হজম করেন মুস্তাফিজ। ৯৮ রানে পৌঁছে যান স্টয়নিস। এক বল পর দুই রান নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি, আইপিএলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্রথম সেঞ্চুরি।
ওভারের শেষ বলে দিপক হুডার ব্যাটে ছক্কা হজম করেন মুস্তাফিজ, ওভার থেকে আসে ১৫ রান।
এদিনের আগে ছয় ম্যাচে ১১ উইকেট নেওয়া মুস্তাফিজের ওপর শেষ ওভারে ভরসা রাখেন চেন্নাই অধিনায়ক। কিন্তু বাংলাদেশি পেসার এলোমেলো বোলিংয়ে লড়াই জমাতেই পারলেন না।
এর আগে অধিনায়ক রুতুরাজের অপরাজিত সেঞ্চুরি ও শিভাম দুবের বিস্ফোরক ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে চেন্নাই।
টি-টোয়েন্টিতে ষষ্ঠ ও চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরিতে রুতুরাজ ৬০ বলে তিন ছক্কা ও ১২ চারে করেন ১০৮ রান। তার সঙ্গে ৪৬ বলে ১০৪ রানের জুটি গড়ার পথে রীতিমত তাণ্ডব চালান দুবে। ২৭ বলে সাত ছক্কা ও তিন চারে তিনি করেন ৬৬ রান।