জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডেও সহজ জয় পেয়েছে ঢাকা বিভাগ।
Published : 21 Oct 2023, 06:11 PM
দারুণ বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে সিলেটকে অল্পে আটকে রাখলেন নাজমুল ইসলাম। সহজ লক্ষ্য তাড়ায় কোনো ভুল করল না ঢাকা। নাজমুল পেলেন ম্যাচ সেরার পুরস্কার, তার দল পেল টানা দ্বিতীয় জয়।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিলেটকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা। ম্যাচের তৃতীয় দিন ৭৩ রান তাড়ায় ১৮.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
প্রথম ইনিংসে সিলেট অলআউট হয় ২১২ রানে। জবাবে ২৫৬ রান করে ঢাকা পায় ৪৪ রানের লিড। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে নাজমুলের বাঁহাতি স্পিনে স্রেফ ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট।
১৯ ওভারে ৩৮ রান খরচায় ৫ উইকেট নেন নাজমুল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার অষ্টম ৫ উইকেট। এছাড়া শুভাগত হোম ধরেন ৩ শিকার।
আসরে প্রথম দুই ম্যাচেই জিতল ঢাকা। সমান ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় পরাজয়।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ২১২
ঢাকা ১ম ইনিংস: ২৫৬
সিলেট ২য় ইনিংস: (আগের দিন ২২/১) ৫৪.৩ ওভারে ১১৬ (মিজানুর ১৫, জাকির ১৪, গালিব ১৩, শামসুর ২৯, তৌফিক ৯, রাহাতুল ৯, রাজা ০, আবু জায়েদ ৬, খালেদ ৪*, নাবিল ০; সুমন ৮-০-১৭-০, শাকিল ৪-১-১২-০, নাজমুল ১৯-৫-৩৮-৫, শুভাগত ১৬.৩-৫-২৪-৩)
ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ৭৩) ১৮.২ ওভারে ৭৫/৩ (মজিদ ২৬*, রনি ৯, জয়রাজ ২০, তাইবুর ১৪, সুমন ৫*; নাবিল ৯.২-২-৩২-২, রাহাতুল ৪-০-২৯-০, শামসুর ৫-০-১৩-১)
ফল: ঢাকা বিভাগ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নাজমুল ইসলাম
নবিনের সেঞ্চুরি, নাঈম শেখের অপেক্ষা
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের অন্য ম্যাচে দাপট দেখিয়েছেন রংপুর ও ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। পুরো দিনে স্রেফ ৬ উইকেট পড়েছে, স্কোরবোর্ডে উঠেছে ৩৬২ রান।
তৃতীয় দিন শেষে ৪১১ রানের লক্ষ্যে ২ উইকেটে ১৭৬ রান করেছে মেট্রো। জয়ের জন্য ৮ উইকেট হাতে নিয়ে শেষ দিন তাদের করতে হবে ২৩৫ রান।
আগের দিনের ৬ উইকেটে ২৭৮ রানের সঙ্গে এদিন আরও ১৮৬ রান যোগ করে রংপুর। এতে বড় অবদান নবিন ইসলামের। প্রথম রাউন্ডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের পর এবার তিনি খেলেছেন ক্যারিয়ার সেরা ১৪৫ রানের অপরাজিত ইনিংস।
অষ্টম উইকেটে আব্দুল গাফফারের সঙ্গে নবিনের জুটি ১১৩ রানের। আব্দুল গাফফার করেন ৪৫ রান। পরে শেষ উইকেটে শাহিন আহমেদকে নিয়ে আরও ৯২ রান যোগ করেন নবিন। ১৯ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
রান তাড়ায় ওয়ানডে ঘরানার ব্যাটিং করতে থাকেন মেট্রোর দুই ওপেনার নাঈম শেখ, সাদমান ইসলাম। স্রেফ ১৪৭ বলে ১৩৯ রানের জুটি গড়েন তারা। ৫৪ রান করা সাদমানকে ফিরিয়ে জুটি ভাঙেন নবিন।
দিনের খেলা শেষে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে নাঈম। ৯৫ বলে ১০ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরেছেন বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
রংপুর ১ম ইনিংস: ১১৯
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৭৩
রংপুর ২য় ইনিংস: (আগের দিন ২৭৮/৬) ১২১.৪ ওভারে ৪৬৪ (নবিন ১৪৫*, নিহাদউজ্জামান ৩১, আব্দুল গাফফার ৪৫, গালিব ০, শাহিন ১১; আবু হায়দার ২৩-০-১৩৭-২, শহিদুল ২৩-৩-৬৮-১, মানিক ১৭.৪-১-৬৯-৩, আরিফুল ৪২-৯-১২০-২, আল আমিন ৮-০-৩২-০, নাঈম ইসমা ৮-১-২৬-১)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ৪১১) ৩৪ ওভারে ১৭৬/২ (নাঈম শেখ ৯৬*, সাদমান ৫৪, মাহফিজুল ২, নাঈম ইসলাম ৬*; রবিউল ৭-০-৩৯-০, শাহিন ৪-০-১৭-০, গালিব ৬-০-৩৭-০, আব্দুল গাফফার ৭-০-৪৫-০, নবিল ৬-২-১৮-২, নিহাদউজ্জামান ৪-১-৪-০)
রাজশাহীতে শেষ দিনের রোমাঞ্চের আভাস
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে শেষ দিন বরিশালের জয়ের জন্য প্রয়োজন ৫৮ রান। আর স্বাগতিক রাজশাহীর নিতে হবে শেষ ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে গেছে রাজশাহী। বরিশালের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৯ রানের। জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১১ রান করেছে বরিশাল।
অপরাজিত ৫৬ রানে দলের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন ইফতেখার।
বল হাতে ৪ উইকেট নিয়েছেন রাজশাহীর অধিনায়ক তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
রাজশাহী ১ম ইনিংস: ২০৯
বরিশাল ১ম ইনিংস: ২৩৩
রাজশাহী ২য় ইনিংস: (আগের দিন ৭৫/২) ৬১.১ ওভারে ১৯২ (সাব্বির হোসেন ৫২, ফরহাদ ১০, সাব্বির রহমান ২৩, মেহেরব ৪৫, শাকির ১৯, সানজামুল ২১, তাইজুল ২, মোহর ০, রানা ০*; কামরুল ১২-১-৪৯-১, রুয়েল ১৩-৫-৪১-৩, তানভির ২৩.১-৫-৪৪-৪, সালমান ৭-০-৬-০, সোহাগ ৭-২-৩২-০, মইন ৪-০-১৩-২)
বরিশাল ২য় ইনিংস: (লক্ষ্য ১৬৯) ৪২ ওভারে ১১১/৬ (আবু সায়েম ১৯, ইফতেখার ৫৬*, ফজলে মাহমুদ ৭, সালমান ০, শাহরিয়ার ১, মইন ১৭, সোহাগ ৫, শামসুল ০*; রানা ৯-৩-১৪-১, তাইজুল ১৯-৫-৪০-৪, মোহর ৭-২-১৯-১, সানজামুল ৪-০-১৬-০, সাব্বির হোসেন ২-০-৭-০, মেহেরব ১-০-১০-০)
শামিমের ৮৪, মুরাদের ৪ উইকেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের সুবাস পাচ্ছে খুলনা বিভাগ। চট্টগ্রামের বিপক্ষে শেষ দিনে ৪ উইকেট হাতে রেখে তাদের প্রয়োজন আর ৩১ রান।
৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। ১৩৩ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১০২ রান।
চট্টগ্রামের হয়ে একাই লড়েছেন শামিম হোসেন। ৩ চার ও ২ ছক্কায় তিনি খেলেছেন ৮৪ রানের ইনিংস।
অল্প পুঁজিতে চট্টগ্রামকে এখনও ম্যাচে রেখেছেন হাসান মুরাদ। ৩.৪ ওভারে স্রেফ ২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
শেষ দিন ১৯ রানে অপরাজিত থেকে খুলনাকে জেতানোর অভিযানে নামবেন আফিফ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৪২
খুলনা ১ম ইনিংস: ২৮৫
চট্টগ্রাম ২য় ইনিংস: (আগের দিন ৩৮/৩) (সৈকত ২০, ইরফান ৩২, শামিম ৮৪, নাঈম ১, মুরাদ ৫, ইয়াসিন ১৯, ফাহাদ ২*, এনামুল ০; আল আমিন ১২-৩-২৫-২, হালিম ১৩-০-৪১-২, সৌম্য ৮-০-৩০-২, নাহিদুল ১০-০-৩২-০, আফিফ ২-০-৮-০, আরিদুল ১৫-৪-২৯-২, মিঠুন ৩-০-৫-০, এনামুল ১.৫-০-২-২)
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৩) ৩০.৪ ওভারে ১০২/৬ (সৌম্য ৩, এনামুল ১৯, অমিত ৩৩, সোহান ২০, আফিফ ১৯*, মিঠুন ০, নাহিদুল ০; ফাহাদ ৫-১-১৭-১, নাঈম ৯-১-২৩-০, ইয়াসিন ৪-০-১১-০, এনামুল ৭-০-৩৭-১, সৈকত ২-০-৬-০, মুরাদ ৩.৪-১-২-৪)