দুই মেহেদিই ‘দারুণ’, তবে ভেটোরির প্রিয় ‘ছোট মেহেদি’

বাংলাদেশের একাদশে দুই মেহেদিই থাকবেন বলে ধারণা করছেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ, তার মতে এই ম্যাচে ‘বড় ফ্যাক্টর’ হতে পারে সাকিব আল হাসানের না থাকা।

আরিফুল ইসলাম রনিআরিফুল ইসলাম রনিপুনে থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 10:40 AM
Updated : 10 Nov 2023, 10:40 AM

বাংলাদেশের সম্ভাব্য একটি পরিকল্পনার কথা আগেই বলে দিলেন ড্যানিয়েল ভেটোরি! নিউ জিল্যান্ডের স্পিন কিংবদন্তি এখন অস্ট্রেলিয়া স্পিন বোলিং কোচ। বাংলাদেশ দল সম্পর্কেও তার জানাশোনার গভীরতা অস্ট্রেলিয়া দলের যে কারও চেয়ে বেশি। সেই অভিজ্ঞতা থেকেই ভেটোরির ধারণা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুই মেহেদিকেই একাদশে রাখবে বাংলাদেশ। সেই দুজনের মধ্যে নিজের প্রিয় মেহেদির কথাও আলাদা করে উল্লেখ করলেন তিনি।

বাংলাদেশের সঙ্গে ভেটোরির সংযোগ অনেক পুরনো। খেলোয়াড়ি জীবনে কম তো ভোগাননি এদেশকে! ব্যাটে-বলে নিজের সেরাটা যেন বাংলাদেশের জন্যই জমা রাখতে তিনি। কতবার বাধার দেয়াল হয়েছেন বা বল হাতে হতাশায় মুড়িয়ে দিয়েছেন!

পরে তাকে নিজেদের দলেও পেয়েছে বাংলাদেশ। বেশ কিছুদিন কাজ করেছেন তিনি বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। সেসময় মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আমিনুল ইসলাম, রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করেছেন নিবিড়ভাবে।

সেই ভেটোরি এখন বাংলাদেশের প্রতিপক্ষ শিবিরে। অস্ট্রেলিয়ার রণপরিকল্পনায় বিভিন্ন তথ্য দিয়ে উল্লেখযোগ্য ভূমিকাই তার থাকার কথা।

বাংলাদেশ সম্পর্কে যে তিনি অনেক জানেন, সেটি ফুটে উঠল তার কথায়ও। পুনেতে শুক্রবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো তুলে ধরলেন সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক। এই টুর্নামেন্টের যা বাস্তবতা, দুই দলের শক্তি-সামর্থ্যের যে চিত্র, তাতে এই ম্যাচে বাংলাদেশের পাত্তাই পাওয়ার কথা নয়। অস্ট্রেলিয়া তারপরও বাংলাদেশকে নিয়ে যে ‘হোমওয়ার্ক’ সেরে রাখছে, তা বুঝিয়ে দিলেন ডোনাল্ড।

“বেশির ভাগ দলের মতোই, যখন আলাদা করে সবাইকে নিয়ে আলোচনা হয়, তখন বোঝা যায় যে তারা কতটা ভালো। দল হিসেবে যখন তারা মাঠে নামে, সব পরিকল্পনা ও গবেষণার পর তখন তাদের সেরা চেহারাতেই দেখতে হয়। সাকিবের না থাকা অবশ্য একটা বড় ফ্যাক্টর। তবে মুশফিকুর ও মাহমুদউল্লাহ খুবই অভিজ্ঞ এবং বিশ্বকাপে প্রচুর রান করেছে তারা।”

বাংলাদেশের দায়িত্বে থাকার সময় শেখ মেহেদি হাসানের সঙ্গে কাজ করার সুযোগ তেমন একটা পাননি ভেটোরি। তবে তাকেই বেশি মনে ধরেছে সাবেক এই বাঁহাতি স্পিনারের। দিনের ম্যাচে পরে বোলিংয়ের সুযোগ পেলে মিরাজ ও মেহেদি বড় প্রভাব রাখতে পারেন বলে ধারণা তার।

“আমাদের ধারণা, দুই মেহেদিই এই ম্যাচে খেলবে। মেহেদি হাসান আমার প্রিয় ক্রিকেটারদের একজন… সেটা ছোট মেহেদি (শেখ মেহেদি হাসান), বড় মেহেদি (মেহেদী হাসান মিরাজ) নয়… আমার মতে সে দুর্দান্ত বোলার। তারা দুজনই আসলে দারুণ বোলার।”

“তারা যদি সুযোগ পায়, আমরা জানি তারা কতটা ভালো ক্রিকেটার এবং কতটা কার্যকর হতে পারে, বিশেষ করে দিনের ম্যাচে, যেখানে টস খুব গুরুত্বপূর্ণ হবে না এবং উইকেট ক্রমশ মন্থর হতে পারে এবং পরের দিকে স্পিনারদের ভূমিকা থাকতে পারে।”

সবশেষ ম্যাচে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের একাদশে একটি পরিবর্তন আসবে নিশ্চিতভাবেই। চোটের কারণে ছিটকে পড়া সাকিবের বদলে একাদশে একজন বোলার নেওয়া হবে বলে নিশ্চিত করলেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। সেখানে নাসুম আহমেদের সুযোগ যেমন থাকবে, শেখ মেহেদির সুযোগও হয়তো থাকবে।