অলরাউন্ড নৈপুণ্যে নায়ক সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচের সেরা বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 05:38 PM
Updated : 6 Nov 2023, 05:38 PM

চলতি বিশকাপে সাকিব আল হাসান পারছিলেন না তেমন ভালো করতে। দলও হারছিল একের পর এক ম্যাচ। অবশেষে ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব। বাংলাদেশ ভাঙল টানা ছয় হারের বৃত্ত। অধিনায়ক হলেন ম্যাচের সেরা। 

দিল্লিতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব। হাত ঘুরিয়ে ৫৭ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে খেলেন ৬৫ বলে ৮২ রানের চমৎকার ইনিংস। ১২ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংসটি।

২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ৮ ম্যাচে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচ সেরা হয়েছিলেন তিনবার।

সেখানে এবার প্রথম ৬ ম্যাচে তিনি করতে পারেন কেবল ১০৪ রান। প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ৫ ম্যাচ মিলিয়ে উইকেট নিতে পারেন মাত্র ৪টি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে এই দুর্দান্ত পারফরম্যান্স।

এ দিন আরুন জেটলি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে শ্রীলঙ্কার ইনিংসের দ্বাদশ ওভারে আক্রমণে এসেই সাকিব ফিরিয়ে দেন কুসাল মেন্ডিসকে।

প্রথম স্পেলে তিনি বোলিং করেন ওই এক ওভার। ৬ ওভারের দ্বিতীয় স্পেলে উইকেট নেন আরেকটি। এবার তার শিকার সাদিরা সামারাউইক্রামা (৪২ বলে ৪১)।

শেষ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয় ২৭৯ রানে। লক্ষ্য তাড়ায় সাত ওভারের মধ্যে তানজিদ হাসান ও লিটন কুমার দাসের বিদায়ের পর চার নম্বরে ক্রিজে যান সাকিব। আউট হতে পারতেন তিনি ৭ রানে, শর্ট কাভারে ক্যাচ ফেলেন চারিথ আসালাঙ্কা।

সুযোগটা সাকিব কাজে লাগান দারুণভাবে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে বড় জুটির পথে চমৎকার কিছু শটে ফিফটি করেন তিনি ৪৭ বলে। শতকের সম্ভাবনা জাগালেও ক্যাচ দিয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে, যাকে ‘টাইমড আউট’ এর আবেদনে ড্রেসিংরুমে পাঠিয়ে এই ম্যাচে তুমুল আলোচনার জন্ম দেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিব-শান্তর তৃতীয় উইকেট জুটিতে আসে ১৬৯ রান। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জুটি এটি। আগের সেরা জুটিতেও ছিলেন সাকিব, ২০১৭ সালে ডাম্বুলায় তামিম ইকবালের সঙ্গে তিনি গড়েছিলেন ১৪৪ রানের জুটি।