অবিশ্বাস্য এই উপলক্ষ কোহলির কাছে যেন ‘নিখুঁত একটা ছবি’

প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে সংস্করণে পঞ্চাশতম সেঞ্চুরি করার পর তাৎক্ষণিক অনুভূতি জানালেন ভিরাট কোহলি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 03:54 PM
Updated : 15 Nov 2023, 03:54 PM

‘কখনও ভাবিনি ক্যারিয়ারে এই জায়গায় পৌঁছাব’- অনন্য, অবিশ্বাস্য রেকর্ডটি গড়ার পর বললেন ভিরাট কোহলি। যাকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন, সেই সাচিন টেন্ডুলকারকে একদিন ছাড়িয়ে যাবেন, তিনিও কি ভাবতে পেরেছিলেন! ঠিক সেটিই তিনি করলেন শৈশবের নায়ক এবং জীবনসঙ্গিনীকে সামনে রেখে। সব মিলিয়ে, পুরোটা ঘটনাটা এক নিখুঁত ছবি। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে কোহলি খেলেছেন ১১৭ রানের ইনিংস। ওয়ানডেতে এটি তার পঞ্চাশতম সেঞ্চুরি। এই সংস্করণে সেঞ্চুরির ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনি। এই কীর্তি গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন নিজের ক্রিকেট জীবনের আদর্শ, ৪৯ সেঞ্চুরি করা টেন্ডুলকারকে।

টেন্ডুলকারের এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন কোহলি। চলতি আসরে এখন পর্যন্ত ১০ ইনিংসে তিনি করেছেন ৭১১ রান। ২০০৩ সালে ১১ ইনিংস খেলে ৬৭৩ রান করেন টেন্ডুলকার। এছাড়া এক আসরে সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংস (৮টি) খেলার রেকর্ডও এখন কোহলির; এই তালিকায় তিনি টপকেছেন টেন্ডুলকার ও সাকিবকে। দুজনই ৭টি করে। 

এই সব কিছুই কোহলি করলেন টেন্ডুলকারের ঘরের মাঠে, টেন্ডুলকারকে গ্যালারিতে রেখে। রেকর্ড গড়া ইনিংসে শতক ছোঁয়া রানের পর চিরচেনা উদযাপন শেষে গ্যালারিতে বসা জীবনের নায়কের সামনে কুর্নিশ করতেও ভোলেননি কোহলি।

টিম সাউদির বলে ক্যাচ আউট হয়ে থামে কোহলির ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কার ইনিংস। পরে ম্যাচের মাঝ বিরতিতে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

“যা বললাম, এসব স্বপ্নের মতো… আনুশকা বসে আছে ওখানে, সাচিন পাজি (বড় ভাই) আছেন গ্যালারিতে… আমি জানি না… আমার জন্য ব্যাখ্যা করা খুব কঠিন। যদি আদর্শ কোনো ছবি আঁকতে বলা হতো, আমি এমন কিছুই চাইতাম। আমার জীবনসঙ্গিনী, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি (আনুশকা), সে বসে আছে ওখানে। আমার নায়ক (টেন্ডুলকার) আছেন ওখানে। আমি পঞ্চাশের দেখা পেলাম তাদের সামনে, এত এত সমর্থক এবং ওয়াংখেড়েতে, এরকম ঐতিহাসিক ভেন্যুতে… সব মিলিয়ে অসাধারণ।”

দিন দশেক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯তম সেঞ্চুরি করে টেন্ডুলকারের পাশে বসেন কোহলি। সেদিন সামাজিক মাধ্যমে কোহলিকে অভিনন্দন জানান টেন্ডুলকার। একইসঙ্গে শুভকামনা জানান, দ্রুতই পঞ্চাশতম সেঞ্চুরি করার জন্য।

একদমই সময় নিলেন না কোহলি। টেন্ডুলকারের সামনেই তা করতে পেরে যেন বিশ্বাসই হচ্ছে না ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের। 


“কলকাতায় (দক্ষিণ আফ্রিকা ম্যাচে) আমি বলেছিলাম, দ্য গ্রেট ম্যান (টেন্ডুলকার) আমাকে অভিনন্দন জানিয়েছে, আমার কাছে যা সত্যিই স্বপ্নের মতো। বিশ্বাসই হচ্ছে না, পরাবাস্তব মনে হচ্ছে। আমি কখনও ভাবিনি ক্যারিয়ারে এই জায়গায় আসতে পারব।”

“সবসময় শুধু দলকে সাহায্য করতে চেয়েছি, আজ এই বড় ম্যাচে, আরও একবার। টুর্নামেন্টজুড়ে যা করেছি, তা আজও করার দরকার ছিল। যাতে আমার সঙ্গে থাকা দলের অন্যরা নিজেদের মেলে ধরতে পারে। সব কিছু দারুণভাবে হয়েছে, আমরা ভালো সংগ্রহ গড়েছি। খুব খুশি।”