বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার ও বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন দাভিদ মালান।
Published : 10 Oct 2023, 07:55 PM
শুরুতে ভুগছিলেন জনি বেয়ারস্টো, টাইমিং করতে পারছিলেন না তেমন একটা। সে সময়ে বাংলাদেশের বোলারদের চেপে বসতে দেননি দাভিদ মালান। আক্রমণাত্মক সব শটের পসরা সাজিয়ে দ্রত তুলতে থাকেন রান। তার দেখানো পথ ধরে এগিয়ে ইংল্যান্ড গড়ে রান পাহাড়, পায় বড় জয়। ক্যারিয়ার সেরা ইনিংসে মালান নিজে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
ধারামশালায় মঙ্গলবার বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে বিশ্বকাপের চলতি আসরে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড। ১০৭ বলে ১৪০ রানের চমৎকার ইনিংসে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের নায়ক মালান।
২৩ ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরি করা এই বাঁহাতি ওপেনার ওয়ানডেতে চতুর্থবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় এবং বিশ্বকাপে প্রথমবার।
বিস্ফোরক ব্যাটিংয়ে ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন মালান। বেয়ারস্টোর সঙ্গে গড়েন ১১৫ রানের উদ্বোধনী জুটি। ৯১ বলে পৌঁছান সেঞ্চুরিতে। দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১১৭ বলে গড়েন ১৫১ রানের জুটি। যা দলকে নিয়ে যায় বড় সংগ্রহের পথে।
তিন অঙ্ক ছোঁয়ার পর মালান মনোযোগ দেন রানের গতি বাড়ানোর দিকে। খেলতে থাকেন বড় শট। আগের সেরা ১৩৪ ছাড়িয়ে থামেন ১৪০ রানে, মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে। ততক্ষণে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ।