দলের পারফরম্যান্স আশাপ্রদ নয়, এর মধ্যে মোটা অঙ্কের জরিমানাও গুনতে হচ্ছে রাজস্থান রয়্যালস অধিনায়ককে।
Published : 10 Apr 2025, 10:52 AM
ম্যাচ হারার হতাশা তো আছেই। এর সঙ্গে যোগ হলো জরিমানার যন্ত্রণা। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের ম্যাচে মোটা অঙ্কের অর্থদণ্ড দিতে হচ্ছে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনকে।
মন্থর ওভার-রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে স্যামসনকে। এক আসরে দ্বিতীয়বার ওভার-রেট মন্থর থাকায় জরিমানার পরিমাণ এত বেশি।
আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এক মৌসুমে দ্বিতীয়বার ওভার-রেটে পিছিয়ে থাকলে ২৪ লাখ রুপি জরিমানা হয়। রাজস্থানের তা হয়ে গেল মৌসুমের শুরুতেই স্রেফ পাঁচ ম্যাচের মধ্যে।
‘ইম্প্যাক্ট প্লেয়ার’সহ দলের বাকিদের জরিমানা ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশ, যে অঙ্কটি পরিমাণে কম।
গুজরাটের বিপক্ষে বুধবা আহমেদাবাদে এই ম্যাচে ৫৮ রানে হেরে যায় রাজস্থান। প্রথম আসরের চ্যাম্পিয়নদের এটা চলতি আসরে পাঁচ ম্যাচে তৃতীয় হার।
রাজস্থানের প্রথম মন্থর ওভার-রেটের ম্যাচটি ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেদিন অবশ্য স্যামসন অধিনায়ক ছিলেন না। চোটের কারণে ফিল্ডিং করতে পারছিলেন না বলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন তিনি। অধিনায়ক ছিলেন তখন রিয়ান পারাগ।