বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে আলোচনা যেন থামছেই না। এতে ভয়ঙ্কর এক মাত্রা যোগ করলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানের ভাই ট্রেভিন ম্যাথিউস। তিনি সরাসরি হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে।
দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফল ছাপিয়ে ম্যাচে বড় হয়ে গেছে ম্যাথিউসের টাইমড আউটের ঘটনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শুধু এই আউট নিয়েই সব প্রশ্নের উত্তর দিয়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক।
টাইমড আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় হেলমেট ছুড়ে ফেলা ম্যাথিউস ম্যাচ শেষে পুরো সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার বাংলাদেশ দলের বিরুদ্ধে করেছেন অপমানসূচক মন্তব্য। বাংলাদেশ অধিনায়ককে নিয়েও বিষোদ্গার করেছেন তিনি।
এর রেশ কাটতে না কাটতেই এবার সাকিবের সমালোচনার নামে সরাসরি হুমকি দিলেন ম্যাথিউসের ভাই ট্রেভিন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলে কড়া প্রতিক্রিয়া দেখালেন তিনি।
“আমরা খুবই হতাশ। বাংলাদেশি অধিনায়কের কোনো খেলোয়াড়ি চেতনা নেই এবং ভদ্রলোকের খেলাটির প্রতি কোনো মানবিকতা দেখায়নি।”
“শ্রীলঙ্কায় সাকিবকে স্বাগত জানানো হবে না। সে যদি এখানে আন্তর্জাতিক ক্রিকেট অথবা এলপিএলের (লঙ্কা প্রিমিয়ার লিগ) ম্যাচ খেলতে আসে, তার দিকে পাথর ছুড়ে মারা হবে। অথবা তাকে ক্ষুব্ধ সমর্থকদের তোপের মুখে পড়তে হবে।”
টাইমড আউট হওয়া ম্যাথিউস নিজের ব্যর্থতা ঢাকতে বলেছেন, কোনো দল এতটা নিচে নেমে যেতে পারে তা ভাবতে পারেননি তিনি। তার আগে সাকিব বলেন, যুদ্ধ জয়ের জন্য আইনের ভেতরে থেকে সম্ভাব্য সব সুযোগই কেবল নিয়েছে তার দল।