আফগান সিরিজে পাকিস্তানের প্রধান কোচ আব্দুর রেহমান

সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হলেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 01:14 PM
Updated : 14 March 2023, 01:14 PM

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রেহমান।

নবনিযুক্ত কোচদের নাম মঙ্গলবার টুইট করে জানান পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। রেহমান স্থলাভিষিক্ত হলেন সাকলাইন মুশতাকের।

ঘরোয়া ক্রিকেটে খাইবার পাখতুনখাওয়ার প্রধান কোচ ছিলেন ৪৩ বছর বয়সী রেহমান। চলমান পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন ২২ টেস্ট, ৩১ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার উমর গুল। ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন দলটির ব্যাটিং গ্রেট মোহাম্মদ ইউসুফ।

আসছে সিরিজটির জন্য ঘোষিত দলেও অনেকগুলো পরিবর্তন এনেছে পাকিস্তান। নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও হারিস রউসকে বিশ্রাম দিয়েছে তারা। দলের নেতৃত্ব দেবেন শাদাব খান।

ম্যাচ তিনটি হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ। সবগুলি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।