সফর শুরুর আগের দিন অস্ট্রেলিয়ার দলের জন্য চোটের ধাক্কা।
Published : 15 Mar 2024, 12:41 PM
সতীর্থদের সঙ্গে শনিবার বাংলাদেশের পথে রওনা হওয়ার কথা ডারিস ব্রাউনের। কিন্তু আগের দিন জানা গেল, চোটের কারণে সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তরুণ এই পেসার। শুধু এই সফরই নয়, বাঁ পায়ের হাড়ের এই সমস্যায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ব্রাউনের বাঁ পায়ের নাভিকিউলার হাড়ে স্ট্রেস ধরা পড়েছে স্ক্যানে। এই ধরনের চোটেই দুই দফায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল তার স্বদেশী পেসার টায়লা ভ্যালেমিককে। ব্রাউনকে নিয়ে তাই বাড়তি সতর্ক অস্ট্রেলিয়ার মেডিকেল বিভাগ। দীর্ঘদিন পর এই বাংলাদেশ সফর দিয়েই ফিরেছেন গতি তারকা ভ্যালেমিক।
ব্রাউনের ফেরার সুনির্দিষ্ট সময় এখনও অনুমান করতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সময়টা অনেক লম্বাই হবে। আপাতত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১ বছর বয়সী পেসারকে ফেরানো লক্ষ্য তাদের।