Published : 24 Aug 2022, 09:54 PM
ভারতীয় দলের সঙ্গে আরও কিছু দিন কাজ করতে হবে ভিভিএস লক্ষ্মণকে। সবশেষ জিম্বাবুয়ে সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করা সাবেক এই ব্যাটসম্যানকে এশিয়া কাপে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
জিম্বাবুয়ে সফরে বিশ্রাম পাওয়া ভারতের কোচিং স্টাফের নিয়মিত সদস্যদের এশিয়া কাপ দিয়ে ফেরার কথা। কিন্তু মঙ্গলবার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। ফলে এদিন দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়তে পারেননি তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বুধবার জানায়, আপাতত দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ। ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান লক্ষ্মণের কোচিংয়ে জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। গত জুনের শেষ দিকে আয়ারল্যান্ড সফরেও এই দায়িত্ব সামলেছিলেন তিনি।
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে এখন দুবাইয়ে প্রস্তুতি নিচ্ছে ভারত। দলটির সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন লক্ষ্মণ।
দ্রাবিড় শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশায় আছে বোর্ড। কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসার সাপেক্ষেই কেবল দুবাইয়ে উদ্দেশে রওয়ানা দিতে পারবেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।