ব্যাট হাতে নিষ্প্রভ গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনকে একহাত নিলেন সাবেক ভারতীয় ওপেনার।
Published : 07 Apr 2024, 05:51 PM
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং। দলের অর্ধেকের বেশি রান একার। তারপরও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ভিরাট কোহলির সেঞ্চুরির ইনিংস নিয়ে চলছে সমালোচনা। প্রশ্ন উঠছে মূলত তার স্ট্রাইক রেট নিয়ে। ভারতের সাবেক ওপেনার ভিরেন্দার শেবাগের মতে, ভুল করেছেন কোহলি, স্ট্রাইক রেট বাড়ানো উচিত ছিল তার।
জয়পুরের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে শনিবার আগে ব্যাটিং করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫৬.৯৪ স্ট্রাইক রেটে ৭২ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন কোহলি।
এদিন কোহলির সঙ্গে ৮৪ বলে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন অধিনায়ক ফাফ দু প্লেসি। এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আউট হন ৩৩ বলে ৪৪ রান করে।
কোহলি ফিফটি পূর্ণ করেন ৩৯ বলে। আর আইপিএলে রেকর্ড অষ্টম সেঞ্চুরিতে পা রাখেন তিনি ৬৭ বলে। টুর্নামেন্টটির ইতিহাসে যা যৌথভাবে মন্থরতম সেঞ্চুরি।
চলতি আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও কোহলির স্ট্রাইক রেট নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনা। রাজস্থানের বিপক্ষে বেঙ্গালুরুর ইনিংস শেষে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এ আলাপচারিতায় শেবাগ বলেন, পঞ্চাশ ছোঁয়ার পর স্ট্রাইক রেট বাড়ানো উচিত ছিল কোহলির।
“আমার মতে, বেঙ্গালুরু ২০ রান কম করেছে। ভিরাট কোহলির ইনিংসটি দারুণ ছিল, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। (দিনেশ) কার্তিক ব্যাটিংয়ে নামেনি...তাই কোহলিকে সঙ্গ দেওয়ার মতো বড় কোনো হিটার ছিল না এবং যারা এসেছিল তারা ভালো করতে পারেনি।”
“অবশ্যই কোহলির স্ট্রাইক রেট বাড়ানো উচিত ছিল, কারণ কেউ ৩৯ বলে ৫০ রান করলে এরপর তার দ্রুত রান করতে হয়। স্ট্রাইক রেট স্বয়ংক্রিয়ভাবে তখন প্রায় ২০০ ছুঁয়ে যায়। এই জায়গায় নিশ্চিতভাবে ভুল করেছে সে।”
অন্য ব্যাটসম্যানরা ভালো না করায় কোহলির ওপর যে চাপ ছিল, সেটা বুঝতে পারছেন শেবাগ। সাবেক এই বিস্ফোরক ব্যাটসম্যান একহাত নিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনকে। বেঙ্গালুরুর এই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার চলতি আসরে এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।
দলের প্রথম পাঁচ ম্যাচে যেখানে কোহলি করেছেন আসরের সর্বোচ্চ ৩১৬ রান, সমান ম্যাচে সেখানে গ্রিনের রান ৬৮, ম্যাক্সওয়েলের স্রেফ ৩২! রাজস্থানের বিপক্ষে ম্যাক্সওয়েল আউট হন ৩ বলে ১ রান করে।
“বাকি ব্যাটাররা কিছুই করতে পারেনি। পুরো চাপ ছিল কোহলির ওপর। তার ভূমিকা ছিল ক্রিজের এক প্রান্ত ধরে রাখা এবং অন্য প্রান্তে ব্যাটসম্যানদের রান করতে দেওয়া, যাদের জন্য ফ্র্যাঞ্চাইজি এত ব্যয় করেছে- ম্যাক্সওয়েল, গ্রিন।”
বেঙ্গালুরুকে কোহলির ওপর নির্ভরতা কমাতে বললেন অভিজ্ঞ ভারতীয় পেসার মোহাম্মদ শামি, যিনি অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের কারণে খেলতে পারছেন না এবারের আইপিএলে।
“কোহলি সবসময়ই পারফর্ম করেছে, সেটা ভারতীয় দল হোক বা বেঙ্গালুরু। কিন্তু বেঙ্গালুরু কীভাবে পুরো ভার কোহলির কাঁধে চাপাতে পারে? বাকি ব্যাটারদের এগিয়ে আসতে হবে।”
জস বাটলারের অপরাজিত সেঞ্চুরিতে এদিন বেঙ্গালুরুর ১৮৩ রান ৬ উইকেট ও ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় রাজস্থান। পাঁচ ম্যাচে বেঙ্গালুরু পায় চতুর্থ হারের স্বাদ। চার ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় রাজস্থান।