জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডে ১০ উইকেটের জয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল ঢাকা।
Published : 04 Nov 2023, 05:19 PM
প্রথম ইনিংসে সালাউদ্দিন শাকিলের পর দ্বিতীয়বারে ৬ উইকেট নিলেন নাজমুল ইসলাম। তার বাঁহাতি স্পিনে দুইশর আগেই গুটিয়ে গেল রংপুর। সহজ লক্ষ্যে অনায়াস জয় পেল ঢাকা।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ১০ উইকেটে জিতেছে ঢাকা। প্রথম স্তরের ম্যাচটির তৃতীয় দিনে ১৬ রানের লক্ষ্যে স্রেফ ৩.২ ওভারে পৌছে গেছে তারা।
প্রথম ইনিংসে স্রেফ ১৫৮ রানে অল আউট হয় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। জবাবে ৩২১ রান করে ১৬৩ রানের লিড পায় ঢাকা। দ্বিতীয়বারে রংপুর করে ১৭৮ রান।=
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষস্থান মজবুত হয়েছে ঢাকার। সমান ম্যাচে স্রেফ এক জয়ে তলানিতে রংপুর।
রংপুরকে অল্পে গুটিয়ে দেওয়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে নবমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন নাজমুল। ৫৬ রানে তার শিকার ৬ উইকেট।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন অনিক সরকার।
প্রথম ইনিংসে ৩১ রানে ৬ উইকেটের পর দ্বিতীয়বারে ২ শিকার ধরা সালাউদ্দিনের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ১৫৮
ঢাকা ১ম ইনিংস: ৩২১
রংপুর ২য় ইনিংস: (আগের দিন ২০/১) ৫৭.৪ ওভারে ১৭৮ (মাইশুকুর ২৩, অনিক ৬৯, শাকিল ১১, তানবির ৭, নবিন ৮, আরিফুল ১৮, নিহাদউজ্জামান ৪, রিশাদ ২৩, আব্দুল গাফফার ৯*, গালিব ৩; শাকিল ১১-১-৪৫-২, সুমন ৭-০-২২-০, নাজমুল ২১.৪-৪-৫৬-৬, এনামুল ৩-১-৮-০, শুভাগত ৭-২-২৭-০, তাইবুর ৮-২-১৯-২)
ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ১৬ রান) ৩.২ ওভারে ১৭/০ (রনি ১০*, মজিদ ৫*; গালিব ২-০-৮-০, রিশাদ ১.২-০-৯-০)
ফল: ঢাকা বিভাগ ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সালাউদ্দিন শাকিল
শামসুরের আরেকটি সেঞ্চুরি, তবু ফলো-অনের শঙ্কায় সিলেট
চতুর্থ রাউন্ডেও সেঞ্চুরির দেখা পেয়েছেন শামসুর রহমান। সঙ্গে তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ঢাকা মেট্রোর বড় সংগ্রহের ভালোই জবাব দিচ্ছে সিলেট। তবু এখনও কাটেনি তাদের ফলো-অনের শঙ্কা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে প্রথম স্তরের ম্যাচের তৃতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৮ রান।
এখনও তারা ২৫৩ রানে পিছিয়ে। ফলো-অন এড়াতে করতে হবে আরও ১০৪ রান। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে মেট্রো।
আগের দিন সিলেটের শতক ছোঁয়া উদ্বোধনী জুটি এদিন বেশি দূর যেতে পারেনি। তৌফিক খান আউট হন ৭২ রান করে। দলকে দুইশ পার করিয়ে অধিনায়ক জাকির হাসান ফেরেন ৭২ রান করে।
চতুর্থ উইকেটে ১২৭ রানের জুটি গড়েন শামসুর ও জাকের আলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২তম সেঞ্চুরিতে ১০১ রান করেন শামসুর। এর আগে তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি খেলেন ১৬০ রানের ইনিংস।
দিন শেষের কিছুক্ষণ আগে আউট হন ৬৫ রান করা জাকের। শেষ দিন ফলো-অন এড়ানোর অভিযানে নামবেন শাহানুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৬০১/৫ (ডি.)
সিলেট ১ম ইনিংস: (আগের দিন ১০১/০) ১০৫ ওভারে ৩৪৮/৬ (তৌফিক ৭৩, জাকির ৭২, গালিব ১০, শামসুর ১০১, জাকের ৬৫ তাওহিদুল ৪, শাহানুর ৪*, খালেদ ০*, শহিদুল ২১-৩-৭৩-১, আবু হায়দার ২১-১-৮১-২, আরিফ ৩১-৫-৭৪-২, ইফতেখার ২০-৩-৫৬-১, আমিনুল ১২-০-৪৮-০)