চট্টগ্রামে বাংলাদেশ-ভারত ওয়ানডের টিকিট মিলবে দুই জায়গায়

টিকিটের সর্বনিম্ন মূল মিরপুরের মতো চট্টগ্রামেও ২০০ টাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2022, 04:52 AM
Updated : 8 Dec 2022, 04:52 AM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেও বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট মিলবে সর্বনিম্ন ২০০ টাকায়। চট্টগ্রামে দুটি বুথ থেকে টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা।

মিরপুরে সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ শনিবার চট্টগ্রামে মাঠে নামবে ভারতকে প্রথমবার হোয়াইটওয়াশ করার অভিযানে। সাগরিকার বিটাক মোড়ের কাছে বুথে ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট। শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেনা যাবে টিকিট।

গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটিতে খেলা দেখতে হলে গুনতে হবে ১ হাজার ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারির জন্য ১ হাজার টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের ৩০০ টাকা ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের ২০০ টাকা।

চট্টগ্রামে সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ১৫০ টাকা, সর্বোচ্চ ১ হাজার টাকা। এবার লড়াই ভারতের বিপক্ষে বলেই একটু বেশি মূল্য রাখা হবে, আগেই জানিয়েছিল বিসিবি।