আইসিসি ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
Published : 21 Jan 2023, 09:52 PM
ভারত সফরে দ্বিতীয় ওয়ানডেতে বড় হারের পর একটি দুঃসংবাদও শুনতে হলো নিউ জিল্যান্ডকে। আইসিসি ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল কিউইরা। চূড়ায় ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
রায়পুরে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ১০৮ রানে অল আউট হয়ে ৮ উইকেটে হারে নিউ জিল্যান্ড। এতে এক ম্যাচ বাকি থাকতেই তারা হেরে বসে সিরিজ।
এই ম্যাচের আগে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল নিউ জিল্যান্ড, ১১৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে, ১১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে, ১১১ পয়েন্ট নিয়ে ভারত চারে ছিল।
হারের পর ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে নিউ জিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ভারত। তাদেরও ১১৩ পয়েন্ট।
আগামী মঙ্গলবার শেষ ম্যাচে জিতে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যাবে ভারত।