পাঞ্জাব কিংস কোচ সাঞ্জায় বাঙ্গার বলেছেন, শিখার ধাওয়ানের মাঠে ফিরতে কমপক্ষে ৭ থেকে ১০ দিন লাগবে।
Published : 14 Apr 2024, 03:25 PM
মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে শিখার ধাওয়ানকে। পাঞ্জাব কিংসের কোচ সাঞ্জায় বাঙ্গার বলেছেন, অন্তত ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।
কাঁধের চোটে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শনিবারের ম্যাচে খেলতে পারেননি ধাওয়ান। আরও এক সপ্তাহের জন্য ছিটকে গেলে অধিনায়ককে পরের দুই ম্যাচেও পাবে না পাঞ্জাব।
আগামী বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স ও রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে পাঞ্জাব। দুটি ম্যাচই হবে তাদের ঘরের মাঠ মুল্লানপুরে।
শেষ ওভারে গড়ানো কম রানের রোমাঞ্চকর ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায় পাঞ্জাব। ওই ম্যাচে দলটিকে নেতৃত্ব দেন স্যাম কারান। সামনের ম্যাচগুলোতেও পাঞ্জাবের অধিনায়কত্ব করতে হতে পারে ইংলিশ অলরাউন্ডারকে।
ম্যাচটি শেষে সংবাদ সম্মেলনে বাঙ্গার প্রথমে বলেন, ‘আরও কয়েকদিন’ মাঠের বাইরে থাকবেন ধাওয়ান। পরে আবার বলেন, ‘অন্তত ৭ থেকে ১০ দিন’ এই ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
চলতি আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলা ধাওয়ান ১২৫.৬১ স্ট্রাইক রেটে রান করেন ১৫২। ফিফটি কেবল একটি।
তার দল পাঞ্জাব কিংসও ভালো অবস্থানে নেই। ১০ দলের টুর্নামেন্টে তারা আছে অষ্টম স্থানে। ৬ ম্যাচে কেবল দুটি ম্যাচ জিতেছে পাঞ্জাব।