নাঈম-তাইজুলের ৭ উইকেট, চট্টগ্রাম ও রাজশাহীর জয়

খুলনাকে গুঁড়িয়ে টানা তিনটি ম্যাচ সেরার পুরস্কার জিতলেন নাঈম হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 12:49 PM
Updated : 11 Nov 2023, 12:49 PM

রাজশাহীর মাঠে চট্টগ্রামের হয়ে ৭ উইকেট নিলেন নাঈম হাসান। বগুড়ায় রাজশাহীর জার্সিতে সমান উইকেট পেলেন তাইজুল ইসলামও। দুই স্পিনারের দারুণ বোলিংয়ে তাদের দলও পেল অনায়াস জয়। 

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে খুলনাকে ৪ উইকেটে হারিয়েছে নাঈমের চট্টগ্রাম। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচের তৃতীয় দিন ২৬১ রানের লক্ষ্য ছুঁয়েছে তারা।

ম্যাচের প্রথম ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে যায় খুলনা। জবাবে চট্টগ্রাম করে ১৮৯ রান। দ্বিতীয় ইনিংসে নুরুল হাসান সোহানের সেঞ্চুরি ও আফিফ হোসেনের আশি ছোঁয়া ইনিংসের পরও ২৯৪ রানের বেশি করতে পারেনি খুলনা। 

স্রেফ ৭৫ রানে ৭ উইকেট নিয়ে তাদের গুঁড়িয়ে দিয়েছেন নাঈম। পরে ব্যাট হাতেও ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি জিতেছেন টানা তৃতীয় ম্যাচ সেরার পুরস্কার।

পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। সমান ম্যাচে তিন জয় নিয়ে দুই নম্বরে খুলনা।

আগের দিনের ৪ উইকেটে ২২১ রান নিয়ে শনিবার খেলতে নামে খুলনা। ৮১ রান করা আফিফকে ফিরিয়ে ১৬৯ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙেন এনামুল হক।

এরপর খুলনার ইনিংস একাই মুড়িয়ে দেন নাঈম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৬তম বারের মতো নেন ৫ উইকেট। চলতি জাতীয় লিগে তৃতীয়। স্রেফ ২৯ রানের শেষের ৬ উইকেট হারিয়ে তিনশর আগেই গুটিয়ে যায় খুলনা। 

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮৬ রান যোগ করেন মাহমুদুল হাসান জয় ও পারভেজ হোসেন। ইনিংসের একমাত্র ফিফটিতে ৫৭ রান করে আউট হন জয়।

সঙ্গে পারভেজ, মুমিনুল হক, ইয়াসির আলি ও শামীম হোসেনদের ছোট ছোট অবদানে সহজ জয় পায় চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর:  

খুলনা ১ম ইনিংস: ১৫৫ 

চট্টগ্রাম ১ম ইনিংস: ১৮৯ 

খুলনা ২য় ইনিংস: (আগের দিন ২২১/৪) ৫৮.৪ ওভারে ২৯৪ (সোহান ১৩৪, আফিফ ৮১, নাহিদুল ০, জিয়াউর ২০, টিপু ১, হালিম ০*, আল আমিন ০; ইয়াসিন ১৪-১-৭৪-১, নাঈম ১৭.৪-২-৭৫-৭, এনামুল ১৩-১-৭৭-২, মুরাদ ১১-৩-৫০-০, জয় ২-০-৮-০, মুমিনুল ১-০-৭-০) 

চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ২৬১ রান) ৬০.২ ওভারে ২৬২/৬ (জয় ৫৪, পারভেজ ৩৭, শাহাদাত ১০, মুমিনুল ৪২, ইয়াসির ৪৬, শামীম ৩২, ইরফান ১৬*, নাঈম ১৮*; আল আমিন ১৪-৩-৬০-৪, জিয়াউর ৭-১-২৩-১, নাহিদুল ১৫-২-৫০-০, সৌম্য ৪-০-১৮-০, হালিম ৮-১-৩৩-০, টিপু ৫.২-১-২২-১, আফিফ ৩-০-১১-০, মিঠুন ৪-০-৩৮-০) 

ফল: চট্টগ্রাম বিভাগ ৪ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: নাঈম হাসান 

তাইজুলের স্পিনে রাজশাহীর জয় 

বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী। ম্যাচের তৃতীয় দিন ২২৪ রানের লক্ষ্য ৬৯.৫ ওভারে তাড়া করেছে তারা।

প্রথম ইনিংসে বরিশালের ১৯৬ রানের জবাবে রাজশাহী গুটিয়ে গিয়েছিল ১৯১ রানে। দ্বিতীয়বারে সোহাগ গাজীর ফিফটির সৌজন্যে ২১৮ রান করে বরিশাল।

বল হাতে প্রথম ইনিংসে ২ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন রাজশাহীর অধিনায়ক তাইজুল। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। 

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়ার পথে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪০০ উইকেট পূর্ণ করেন সানজামুল ইসলাম। 

রান তাড়ায় রাজশাহীর পক্ষে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এসএম মেহেরব হাসান। এছাড়া ইমরানউজ্জামানের ব্যাট থেকে আসে ৫৮ রান।

পাঁচ ম্যাচে রাজশাহীর দ্বিতীয় জয় এটি। স্রেফ এক জয়ে তলানিতে বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর: 

বরিশাল ১ম ইনিংস:  ১৯৬ 

রাজশাহী ১ম ইনিংস: ১৯১ 

বরিশাল ২য় ইনিংস: (আগের দিন ১২৫/৬) ৬৫ ওভারে ২১৮ (ফজলে মাহমুদ ৪২, সোহাগ ৫০, কামরুল ১৭, রুয়েল ১৮*, তানভির ১৯; রানা ১৬-১-৬৪-১, শফিকুল ৪-০-১১-০, সানজামুল ১৫-২-৪৯-২, তাইজুল ২৯-৭-৭৬-৭, সাব্বির ১-০-৯-০) 

রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ২২৪ রান) ৬৯.৫ ওভারে ২২৪/৫ (মিজানুর ২৬, সাব্বির ৩২, ইমরানউজ্জামান ৫৮, আশিক ২৭, মেহেরব ৬৬*, সাব্বির ১১, প্রিতম ০*; কামরুল ১১-৪০-০, তানভির ২৫-৯-৪৭-৩, রুয়েল ২-০-১৫-০, মইন ১৪-১-৪১-০, জাকারিয়া ২-০-৫-০, ১১.৫-১-৪১-১, ফজলে ৪-০-৩১-১) 

ফল: রাজশাহী বিভাগ ৫ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম