ব্যথার তীব্রতা এখনও কমেনি হার্দিক পান্ডিয়ার। তাই মাঠে ফেরার জন্য অপেক্ষা ক্রমেই বাড়ছে ভারতের এই পেস বোলিং অলরাউন্ডারের। লিগামেন্টের চোটে বিশ্বকাপের মাঝপথে ছিটকে যাওয়া পান্ডিয়ার খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে।
ঘরের মাঠে বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের দল বুধবার ঘোষণা করার কথা রয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, পান্ডিয়াকে ওই দলের জন্য বিবেচনা করা হয়নি।
পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পান্ডিয়া। প্রাথমিক শুশ্রূষা নিয়ে বোলিংয়ের জন্য উঠে দাঁড়ান তিনি। কিন্তু ব্যথার তীব্রতায় মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
ওই চোটের কারণে পুনে থেকে দলের সঙ্গে ধারামশালায় যাননি পান্ডিয়া। বরং বেঙ্গালোরে গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। প্রাথমিকভাবে আশা করা হয়, প্রথম পর্বের শেষ দিকে ফিরবেন পারবেন। সেটি আর হয়নি। তার বদলি হিসেবে প্রাসিধ কৃষ্ণাকে দলে নেয় ভারত।
অ্যাঙ্কেলের ফোলা বেড়ে যাওয়ায় আপাতত পুরোপুরি বিশ্রামে থাকবেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে তাকে পাওয়ার জন্য অপেক্ষা করবে দল।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হবে। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে গত মাসে এশিয়ান গেমস জেতা ক্রিকেটারদের নিয়ে গড়া হবে পাঁচ ম্যাচ সিরিজের দল।
এছাড়া প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে ভিভিএস লাক্সমানকে। বিশ্বকাপের পর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে রাহুল দ্রাবিড়ের। তার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে, তা এখনও জানা যায়নি।
ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। ত্রিভ্যান্ড্রাম, গুয়াহাটি, নাগপুর ও বেঙ্গালুরতে পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর।