টানা দ্বিতীয়বার নিউ জিল্যান্ডের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অ্যামিলিয়া কার।
Published : 13 Mar 2024, 06:18 PM
ব্যাট হাতে অসাধারণ এক মৌসুম কাটানো রাচিন রাভিন্দ্রার প্রাপ্তির মুকুটে যোগ হলো আরেকটি পালক। নিউ জিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জিতলেন তিনি। দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন ২৪ বছর বয়সী রাভিন্দ্রা।
ক্রাইস্টচার্চে বুধবার জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নিউ জিল্যান্ডের বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘ডেবি হকলি পদক’ জেতেন অ্যামিলিয়া কার। টানা দ্বিতীয়বার সম্মাননাটি পেলেন এই অলরাউন্ডার।
গত ওয়ানডে বিশ্বকাপ দিয়ে নজর কাড়েন রাভিন্দ্রা। ভারতে অনুষ্ঠিত আসরে ৬৪ গড়ে ৫৭৮ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিউ জিল্যান্ডের সেমি-ফাইনালে ওঠার পথে তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেন রাভিন্দ্রা।
এরপর টেস্ট দলে সুযোগ পেয়েও জ্বলে ওঠেন তিনি। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে এই সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি, খেলেন ২১৪ রানের ইনিংস।
গত মৌসুমে ওয়ানডেতে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অ্যামিলিয়া। ৬৭ গড় ও দুই সেঞ্চুরিতে করেন ৫৪১ রান। এছাড়া টি-টোয়েন্টিতে ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই সংস্করণে ১১৮ স্ট্রাইক রেট ও ৪২ গড়ে ২৫২ রান করেন তিনি। উইকেট নেন চারটি।
এমন পারফরম্যান্সে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও ওঠে অ্যামিলিয়ার হাতে। এছাড়া ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশ উইমেন’স ক্রিকেটার অব দা ইয়ারও হন তিনি।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার স্বীকৃতি ‘রেডপাথ কাপও’ জিতে নেন তারকা এই ব্যাটসম্যান। মৌসুমে ৬ টেস্টে ৫৬.২৭ গড়ে ৬১৯ রান করেন তিনি, চার সেঞ্চুরির সঙ্গে ফিফটি একটি।
দুইটি করে সেঞ্চুরি ও ফিফটিতে মৌসুমে ৫৫২ রান করা ড্যারিল মিচেল জিতেছেন পুরুষ ওয়ানডের বর্ষসেরার পুরস্কার। আর পুরুষ টি-টোয়েন্টির বছর সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল স্যান্টনার। বাঁহাতি স্পিনে মৌসুম শেষ করেন তিনি ১১ উইকেট নিয়ে।