বাবা ও দুই ভাই যা পারেননি, সেটাই করে দেখালেন বেন কারান।
Published : 18 Feb 2025, 10:49 PM
৯৯ থেকে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ল্যাপ শটে থার্ডম্যান দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করলেন বেন কারান। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন, জড়িয়ে ধরলেন উইকেটের সঙ্গীকে। দাঁড়িয়ে হাত উঁচিয়ে তালি দিয়ে যাচ্ছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল। জিম্বাবুয়ের ড্রেসিং রুমের ব্যালকনিতেও একই দৃশ্য। দাঁড়িয়ে তখন গোটা গ্যালারিই! সবার এতটা উচ্ছ্বাস স্বাভাবিকই। এই সেঞ্চুরি যে বিশেষ কিছু।
হারারেতে মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় ১৩০ বলে অপরাজিত ১১৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন বেন কারান। ১৪ চারে গড়া তার ইনিংসটি।
ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডেতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে নবম ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
একটি অপেক্ষারও অবসান হলো এই সেঞ্চুরিতে। আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিবারের কারও প্রথম সেঞ্চুরি যে এটিই। বাবা কেভিন কারান, দুই ভাই স্যাম ও টম কারান যা পারেননি, সেটাই করে দেখালেন বেন কারান। চার জনের মধ্যে বিশেষজ্ঞ ব্যাটসম্যান অবশ্য শুধু তিনিই।
তার বাবা কেভিন কারান ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেন ১১টি ওয়ানডে। এই পেস বোলিং অলরাউন্ডারের ব্যাট হাতে সর্বোচ্চ ইনিংস ছিল ৭৩।
বাবার মতো স্যাম আর টম কারানও পেস বোলিং অলরাউন্ডার। দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন ইংল্যান্ডের জার্সিতে। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন তারা।
২৬ বছর বয়সী স্যাম কারান এখন পর্যন্ত খেলেছেন ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি। যেখানে তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৫, ভারতের বিপক্ষে ওয়ানডেতে।
২ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ২৯ বছর বয়সী টম কারানের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪৭, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে।
জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তাদের দাদা কেভিন প্যাট্রিক কারানও।
স্যাম কারানের মতো বেন কারানের জন্ম ইংল্যান্ডের নর্দাম্পটনে। তার ঘরোয়া ক্রিকেটে খেলা শুরুও এই দেশে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তিনি বেছে নেন বাবার জন্মভূমি জিম্বাবুয়েকে।
গত ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই মাসে আফগানদের বিপক্ষেই পান টেস্ট ক্যাপ।
এখন পর্যন্ত ৩ টেস্টে তার রান ১৭৮। সর্বোচ্চ ইনিংস ৬৮। আগের ৫ ওয়ানডেতে এই ওপেনারের সর্বোচ্চ ইনিংস ছিল ২৮, আয়ারল্যান্ডের বিপক্ষেই সিরিজের প্রথম ম্যাচে। পরের ম্যাচে তিনি আউট হয়ে যান ১৮ রান করে। অবশেষে খেলতে পারলেন বড় ইনিংস।
২৪১ রানের লক্ষ্য তাড়ায় ব্রায়ান বেনেটের সঙ্গে ১২৪ রানের উদ্বোধনী জুটিতে সুর বেঁধে বেন কারান। বেনেট ৪৮ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ক্রেইগ আরভিনের সঙ্গে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটিতে কাজ শেষ করেন তিনি।
জিম্বাবুয়ে ৯ উইকেটে জিতে যায় ৬৩ বল বাকি থাকতে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল তারা।
প্রায় ১০ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল জিম্বাবুয়ে।