আইসিসি প্লেয়ার অব দা মান্থ
মেয়েদের জুন মাসের সেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ে, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নে ও ভারতের স্মৃতি মান্ধানা।
Published : 04 Jul 2024, 08:18 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার জয়ী জাসপ্রিত বুমরাহর সামনে আরেকটি স্বীকৃতির হাতছানি। আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের এই তারকা পেসার। জুন মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী সতীর্থ রোহিত শার্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ।
গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
নারী ক্রিকেটারদের জুন মাসের সেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ে, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নে ও ভারতের স্মৃতি মান্ধানা।
জাসপ্রিত বুমরাহ (ভারত)
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটে বুমরাহর। ভারতের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ডানহাতি এই পেসারের। গত মাসের বৈশ্বিক আসরে মাত্র ৮.২৬ গড় ও ওভারপ্রতি ৪.১৭ রান খরচায় ১৫ শিকার তার।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। বারবাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অবিশ্বাস্য বোলিং করেন বুমরাহ, ১৮ রান দিয়ে ধরেন দুই শিকার। বিশ্বকাপ সেরা দলে অনুমিতভাবেই আছেন তিনি। এবার জায়গা করে নিয়েছেন মাস সেরার লড়াইয়ে।
রোহিত শার্মা (ভারত)
৫২ রানের অপরাজিত ইনিংস খেলে বিশ্বকাপ শুরুর পর মাঝে কিছুটা ছন্দ হারিয়ে ফেলেন রোহিত। এরপর ফের আলো ছড়ান ভারত অধিনায়ক। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৯২ রান বিধ্বংসী ইনিংস। পরে সেমি-ফাইনালে ইংল্যান্ড ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৭ রান। ফাইনালে অবশ্য ব্যর্থ হন ভারত অধিনায়ক, করেন কেবল ৯ রান।
টুর্নামেন্টে সব মিলিয়ে রোহিতের রান ২৫৭। স্ট্রাইক রেট ১৫৬.৭০ ও ব্যাটিং গড় ৩৬.৭১। সঙ্গে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে তিনি এনে দেন ১৩ বছর পর আইসিসির কোনো শিরোপা।
রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আফগানিস্তানের সেমি-ফাইনালে খেলার পথে বড় অবদান রাখেন গুরবাজ। ৮ ম্যাচে ২৮১ রান নিয়ে এই ওপেনার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কিপার-ব্যাটসম্যান।
প্রথম দুই ম্যাচে ৭৬ ও ৮০ রানের ইনিংস খেলে বিশ্বকাপে পথচলা শুরু করেন গুরবাজ। পরে সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচেও খেলেন ৬০ রানের চমৎকার ইনিংস।
মায়া বুশিয়ে (ইংল্যান্ড)
গত মার্চের সেরা নারী ক্রিকেটার হওয়া বুশিয়ে ফের জায়গা করে নিলেন মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার পেলেন ইংলিশ এই ব্যাটার।
৬৭ রানে ইনিংস খেলে সিরিজ শুরু করেন তিনি। পরের ম্যাচে খেলেন ৮৮ বলে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে যা তার প্রথম সেঞ্চুরি। তার চমৎকার পারফরম্যান্সে জুনে খেলা দুই ওয়ানডেই জিতে তিন ম্যাচের সিরিজ ঘরে তোলে ইংল্যান্ড।
স্মৃতি মান্ধানা (ভারত)
মাস সেরার লড়াইয়ে এনিয়ে দ্বিতীয়বার জায়গা পেলেন মান্ধানা। ভারতের তারকা ব্যাটার এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও সেবার জিততে পারেননি এই স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্সে এবার অধরা অর্জনটিতে নাম লেখানোর হাতছানি তার সামনে।
গত মাসে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দেন মান্ধানা। তিন ম্যাচের দুটিতেই করেন সেঞ্চুরি, ১১৭ ও ১৩৬। আরেকটিতে অল্পের জন্য পাননি তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া, আউট হন ৯০ রানে। এরপর মাসের শেষ দিকে টেস্টে ১৪৯ রানের চমৎকার ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।
ভিশ্মি গুনারাত্নে (শ্রীলঙ্কা)
২০২২ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ভিশ্মি আলো ছড়িয়েই যাচ্ছেন। লঙ্কান এই ওপেনার গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনটি করে ম্যাচ খেলেন। দুই সংস্করণেই হাসে তার ব্যাট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে তার রান ৪০, ৫০ ও ৪৪। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সিরিজে সেরা ক্রিকেটার হন তিনি। এরপর টি-টোয়েন্টি তিনটিতে করেন ৩৫, ২৪ ও ২ রান।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।