আইপিএল
বিশ্রাম নিয়ে চোট কাটিয়ে এবারের আইপিএলেই ফেরার সম্ভাবনা ছিল অ্যাডাম জ্যাম্পার, কিন্তু তার পরিবর্তে তরুণ একজনকে দলে যোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
Published : 15 Apr 2025, 03:26 PM
অ্যাডাম জ্যাম্পার পুরোনো কাঁধের চোট মাথাচাড়া দিয়ে উঠেছে। তাতে এবারের আইপিএলে পথচলা শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনারের।
কয়েক দিন বিশ্রাম নিয়ে সমস্যা কাটিয়ে উঠে চলতি আসরেই আবারও খেলার সম্ভাবনা ছিল জ্যাম্পার। কিন্তু সে পথে হাঁটেনি হায়দরাবাদ। তার বদলি হিসেবে ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান রাভিচান্দ্রান স্মারানকে দলে যোগ করেছে তারা।
আসরে দলের প্রথম দুই ম্যাচে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে খেলেছেন জ্যাম্পা। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। দুই ম্যাচেই পেয়েছেন একটি করে উইকেট, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪৮ রান দিয়ে ও লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে ৪৬ রান খরচায়।
ডান কাঁধে ব্যথা অনুভব করায় পরের চার ম্যাচে জ্যাম্পা আর খেলায়নি হায়দরাবাদ। চিকিৎসা পরামর্শের জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়ায় চলে গেছেন তিনি।
২০২৩ বিশ্বকাপের আগে কাঁধের যে সমস্যায় ভুগছিলেন জ্যাম্পা, সেটিই ফিরে এসেছে বলে ধারণা করে হচ্ছে। পরে সুস্থ হয়ে উঠে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই স্পিনার।
জুলাইয়ের শেষ দিকে ক্যারিবিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই লড়াইয়ে জ্যাম্পার খেলার সম্ভাবনা ক্ষীণ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। ওই আসরের আগে ১৯টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
জ্যাম্পার জায়গায় হায়দরাবাদ দলে আসা স্মারান এখন পর্যন্ত ৬ টি-টোয়েন্টি খেলে এক ফিফটিতে ১৭০ রান করেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেটও ১৭০।
১০ দলের আসরে নয় নম্বরে আছে হায়দরাবাদ। ৬ ম্যাচে কেবল দুটি জিতেছে তারা।