আইপিএল
আগে ড্রেসিং রুমে ব্যাট পরীক্ষা করা হলেও রোববার সেটা ম্যাচ চলাকালে মাঠেই করেন আম্পায়াররা।
Published : 14 Apr 2025, 06:44 PM
বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে এবারের আইপিএল। ম্যাচ চলাকালে ব্যাটের সাইজ মেপে আলোচনার জন্ম দিয়েছেন আম্পায়াররা। এমন দৃশ্য আগের কোনো আসরেই দেখা যায়নি।
চলতি আসরের ২৩তম দিন রোববার দুই ম্যাচেই ক্রিজে আসা ব্যাটসম্যানদের ব্যাট মাপেন আম্পায়াররা। আগে ব্যাটের সাইজ পরীক্ষা করা হতো ড্রেসিং রুমে। কিন্তু এদিন ম্যাচের মাঝে মাঠেই তা করেন অনফিল্ড আম্পায়াররা।
জয়পুরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই লড়াই চলাকালে অন্তত তিন ক্রিকেটার- রাজস্থানের শিমরন হেটমায়ার ও নিতিশ রানা এবং বেঙ্গালুরুর ফিল সল্টের ব্যাট মাপেন আম্পায়ার নিতিন মেনন এবং সাইধারশান কুমার।
রাতের ম্যাচেও দেখা যায় এমন দৃশ্য। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ে নামা মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট পরীক্ষা করেন আম্পায়ার ক্রিস গ্যাফানি ও ভিনোদ সেশান।
পরীক্ষায় প্রতিটি ব্যাটই খেলার উপযুক্ত বিবেচিত হয়।
নিয়ম অনুযায়ী, ব্যাটের সামনের অংশ চওড়ায় ১০.৭৯ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। আর পুরুত্ব হতে হবে সর্বোচ্চ ৬.৭ সেন্টিমিটার। ব্যাটের প্রান্তের প্রস্থ ৪ সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না। আর দৈর্ঘ্য সর্বোচ্চ ৯৬.৪ সেন্টিমিটার।