নভেম্বর মাসে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেলেন হারিস রউফ ও ড্যানি ওয়াট-হজ, মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত স্বীকৃতি পাওয়া হলো না বাংলাদেশের শারমিন আক্তারের।
Published : 11 Dec 2024, 06:33 PM
পাকিস্তানের দীর্ঘ ২২ বছরের অপেক্ষা ঘোচানোর সিরিজে বড় অবদান রেখে এবার হারিস রউফ পেয়েছেন আরেকটি স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার জিতেছেন গতিময় পেসার। আর নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। রউফ ও ওয়াট-হজ দুজনই প্রথমবার পেলেন এই স্বীকৃতি।
ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলে মাস সেরার এই স্বীকৃতি পেয়েছেন রউফ। গত মাসে তার স্বদেশি স্পিনার নোমান আলি পেয়েছিলেন সেরা ক্রিকেটারের স্বীকৃতি।
গত মাসে ৬টি ওয়ানডেতে ১৩ উইকেট ও ৩টি টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন রউফ। ২০০২ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ে তিন ম্যাচে ১০ উইকেট নেন তিনি। জেতেন সিরিজ-সেরার পুরস্কারও। অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার ব্যাটিং গুঁড়িয়ে তিনি ৫ উইকেট নেন স্রেফ ২৯ রান দিয়ে।
সেরা হওয়ার পথে বাংলাদেশের শারমিন আক্তার ও দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ককে নিয়ে পেছনে ফেলেছেন ওয়াট-হজ। মেয়েদের ক্রিকেটে এই স্বীকৃতি পাওয়া ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে তিন ম্যাচে ১৪২ রান করে সিরিজের সর্বোচ্চ স্কোরার ছিলেন ওয়াট-হজ। দ্বিতীয় ম্যাচে এই ওপেনারের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৭৮ রানের ইনিংস। শেষ ম্যাচে রান তাড়ায় তিনি খেলেন ৩১ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস।