ইংল্যান্ড-জিম্বাবুয়ে
Published : 02 May 2025, 06:33 PM
প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ বছরের ক্যারিয়ার। উইকেট তিনশর বেশি। এতটা পথ পেরিয়ে অবশেষে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেলেন স্যাম কুক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা করে নিলেন ২৭ বছর বয়সী পেসার।
চোটের কারণে বাইরে আছেন ইংল্যান্ডের একগাদা পেসার- ক্রিস ওকস, মার্ক উড, ব্রাইডন কার্স ও অলি স্টোন। এখনও লাল বলের ক্রিকেটের বাইরে জফ্রা আর্চার।
ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে তাই টেস্ট অভিষেকের দুয়ারে কুক। এই মাঠে গত মাসে এসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ইনিংসে চারটিসহ ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি।
এখন পর্যন্ত ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯.৭৭ গড়ে তার শিকার ৩১৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট আছে ১৪ বার, ম্যাচে ১০ উইকেট চার বার।
প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন জশ টং। ২৭ বছর বয়সী এই পেসার ক্যারিয়ারের দুই টেস্টের দুটিই লর্ডসে খেলেছেন ২০২৩ সালের জুন-জুলাইয়ে।
শুক্রবার ঘোষিত ১৩ সদস্যের দলে বিশেষজ্ঞ পেসার আছেন আর দুজন- ১১ টেস্ট খেলা গাস অ্যাটকিনসন ও ১০ টেস্টে মাঠে নামা ম্যাথু পটস।
দলকে নেতৃত্ব দেবেন যথারীতি বেন স্টোকস। গত ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাঁ পায়ে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর জিম্বাবুয়ে টেস্ট দিয়েই মাঠে ফিরবেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার।
ওই সিরিজে আঙুল ভাঙায় টেস্ট অভিষেকের অপেক্ষা বাড়ে জর্ডান কক্সের। জিম্বাবুয়ের বিপক্ষেও দলে রাখা হয়েছে এসেক্সের এই কিপার-ব্যাটসম্যানকে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন অফ স্পিনার শোয়েব বাশির।
২০০৩ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। আগামী ২২ মে শুরু হবে ম্যাচ।
গত মাসে বাংলাদেশে দুই টেস্টের সফরে সিলেটে দারুণ জয়ের পর চট্টগ্রামে ইনিংস ব্যবধানে হারে জিম্বাবুয়ে।
ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টং।