মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সবুজ ঘাসের ওপর আঁকা থাকবে শেন ওয়ার্নের টেস্ট ক্যাপ নম্বর।
Published : 19 Dec 2022, 05:25 PM
শেন ওয়ার্নের প্রয়াণের পর প্রথমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। কিংবদন্তির সম্মানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দুই দলের ক্রিকেটাররা সবাই পরবেন ‘ফ্লপি হ্যাট।’
বল হাতে জাদুকরি সব ডেলিভারির মতো ক্রিকেট মাঠে ওয়ার্নের প্রতীক হয়ে আছে ওই হ্যাট। দেড় দশকের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় ফ্লপি হ্যাট পরে খেলেছেন তিনি। ওয়ার্নের উইকেট পাওয়া কিংবা সাফল্যের পর মাথা থেকে ফ্লপি হ্যাট হাতে নিয়ে অভিবাদনের জবাব দেওয়ার দৃশ্য ক্রিকেট ইতিহাসের আইকনিক মুহূর্তগুলোর একটি।
গত মার্চে ৫২ বছর বয়সে অন্য জগতে পাড়ি জমান ওয়ার্ন। মহারথীর চিরবিদায়ের পর তার ঘরের মাঠ এমসিজিতে প্রথম টেস্ট অস্ট্রেলিয়ার জন্য আবেগময় হবে, তা অনুমেয়ই ছিল। স্পিন জাদুকরের স্মরণে তাকে সম্মান জানাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়ার্নের ক্যারিয়ারে স্মরণীয় সব মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে বক্সিং ডে ও এমসিজির নাম। ১৯৯৪ অ্যাশেজে এই মাঠেই হ্যাটট্রিক করেন তিনি। ১২ বছর পর ৭০০তম টেস্ট উইকেটও পান এই আঙিনাতেই। এবার না থেকেও আরও একবার এই মাঠে আকর্ষণের কেন্দ্রে থাকবেন তিনি।
এমসিজিতে আগামী সোমবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে উইকেটের পাশে ওয়ার্নের টেস্ট ক্যাপ নম্বর ‘৩৫০’ আঁকা থাকবে।
ম্যাচের প্রথম দিন অর্থাৎ বক্সিং ডে’তে বিকেল ৩টা ৫০ মিনিটে এমসিজির বড় পর্দায় ওয়ার্নের গ্রাফিক প্রদর্শনী করা হবে। পাশাপাশি পুরো ম্যাচ জুড়েই তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর হাইলাইটস দেখানো হবে।
দুই দলের ক্রিকেটারদের পাশাপাশি খেলা দেখতে আসা দর্শকদেরও ফ্লপি হ্যাট পরতে উৎসাহিত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।