আইপিএল
Published : 12 Apr 2025, 08:45 PM
রাশিদ খানকে ছক্কা মারার এক বল পর জীবন পেলেন নিকোলাস পুরান। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তিনি। গুজরাট টাইটান্সের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান উপহার দিলেন চমৎকার এক ফিফটি।
আইপিএলে রানের স্রোতে থাকা পুরান শনিবার ৭ ছক্কা ও ১ চারে খেলেন ৩৪ বলে ৬১ রানের ইনিংসে। চলতি আসরে ৬ ম্যাচ খেলে ক্যারিবিয়ান ব্যাটসম্যানের এটি চতুর্থ ফিফটি।
লাক্ষ্ণৌয়ে এদিন ২১ রান করে রিশাভ পান্ত বিদায় নিলে ক্রিজে যান পুরান। প্রথম চার বলে করেন কেবল ১ রান। পরে রাশিদকে ওই ছক্কার পর লং-অনে ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি।
ওয়াশিংটন সুন্দারকে ছক্কায় ওড়ানোর পরের ওভার সাই কিশোরকে তিন ছক্কা মারেন পুরান। মোহাম্মদ সিরাজকে ছক্কার পর চার হাঁকিয়ে ২৩ বলে পা রাখেন ফিফটিতে।
এরপর ইনিংস বেশি বড় করতে পারেননি। রাশিদের বলে ছক্কার চেষ্টায় সেই লং-অনেই ধরা পড়েন তিনি। পুরানের বিধ্বংসী ইনিংস ও এইডেন মার্করামের ৫৮ রানের সৌজন্যে গুজরাটের ১৮০ রান ৬ উইকেট হাতে রেখে ৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় লাক্ষ্ণৌ।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ ছক্কা ও ৬টি চারে ৩০ বলে ৭৫ রানের খুনে ইনিংস খেলে এবারের আইপিএল শুরু করেন পুরান। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেন ২৬ বলে ৭০, ৬টি করে মারেন চার ও ছক্কা।
পাঞ্জাব কিংস ম্যাচ ৪৪ রান করা পুরান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি, আউট হয়ে যান কেবল ১২ রান করেন। পরে কলকাতা নাইট রাইডারসের ফের আলো ছড়ান তিনি। ৮ ছক্কা ও ৭টি চারে খেলেন ৩৬ বল ৮৭ রানের অপরাজিত ইনিংস।
আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান পুরানের। ৫৪.৮৩ গড় ও ১৫১.৬১ স্ট্রাইক রেটে ৩৪৯ রান করেছেন তিনি। সমান ম্যাচে ৩২৯ রান করে দ্বিতীয় স্থানে গুজরাটের সাই সুদার্শান।
পুরানের উজ্জ্বল আইপিএলে ভালো সময় কাটছে লাক্ষ্ণৌয়েরও। ৬ ম্যাচ খেলে ৪টি জেতা দলটি আপাতত আছে তৃতীয় স্থানে।