জেমিসনকে নিয়ে ইংল্যান্ডের অপেক্ষায় নিউ জিল্যান্ড

৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছেন এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 09:18 AM
Updated : 3 Feb 2023, 09:18 AM

পিঠের চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকা কাইল জেমিসন সেরে উঠেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন নিউ জিল্যান্ডের এই পেসার।

ঘরের মাঠে দুই টেস্টের সিরিজের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

নিউ জিল্যান্ডের হয়ে জেমিসন সবশেষ ম্যাচ খেলেন গত জুনে। ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে পিঠে চোট পান তিনি। এরপর দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর গত জানুয়ারিতে প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন তিনি।

এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলা জেমিসনের উইকেট ৭২টি। ব্যাট হাতেও রাখতে পারেন তিনি কার্যকর ভূমিকা। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের নামের পাশে আছে ১ ফিফটিতে ৩৭২ রান।

গত ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান সিরিজ দিয়ে ২০১৮ সালের পর টেস্ট দলে ফেরেন ইশ সোধি। সিরিজে দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলে জায়গা ধরে রেখেছেন এই লেগ স্পিনার। অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলও আছেন দলে।

পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

কিপার-ব্যাটসম্যান টম ব্লান্ডেল ও পেসার ম্যাট হেনরি পাকিস্তান সফরের শেষ দিকে চোটে ছিটকে যান। ইংল্যান্ডের বিপক্ষে আসছে টেস্ট সিরিজে তাদের ফিট অবস্থায় পাওয়ার আশায় নিউ জিল্যান্ড। তাই এই দুইজনকেও দলে রেখেছে তারা।

বে ওভালে আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু দিবা-রাত্রির প্রথম টেস্ট। ওয়েলিংটনে পরেরটি শুরু ২৪ ফেব্রুয়ারি।

নিউ জিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, নিল ওয়্যাগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।