ইংল্যান্ডের বিপক্ষে আদিল রাশিদের বোলিংয়ে ভোগান্তির পর বাংলাদেশের বিপক্ষে রিশাদ হোসেনের বলে আউট হয়েছেন ভিরাট কোহলি, লেগ স্পিনে তার দুর্বলতায় দুর্ভাবনার কারণ দেখছেন সুনিল গাভাস্কার।
Published : 22 Feb 2025, 09:46 AM
রিশাদ হোসেনের বলে আউট হয়ে যখন হতাশায় ক্রিজে দাঁড়িয়ে আছেন ভিরাট কোহলি, ধারাভাষ্যে নাসের হুসেইন তখন বলছেন, ‘কোহলি আবার, লেগ স্পিন আবার...।’ যারা কোহলিকে অনুসরণ করছেন, তাদের জানার কথা ‘আবার’ বলার কারণ। লেগ স্পিনের ফাঁদেই যে বারবার আটকা পড়ছেন ভারতের ব্যাটিং গ্রেট! তার এই দুর্দশায় দুর্ভাবনার কারণ দেখছেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অস্বস্তিময় ব্যাটিংয়ে ৩৮ বলে ২২ রান করে আউট হন কোহলি। তার জড়তা বেশি ছিল রিশাদের সামনে। এই লেগ স্পিনারের ১০ বল খেলে ৫টি সিঙ্গেল কেবল নিতে পারেন তিনি। পরাস্তও হন একাধিকবার। শেষ পর্যন্ত রিশাদের ১১ নম্বর ডেলিভারিতে কাট খেলার চেষ্টায় সহজ ক্যাচ দেন পয়েন্টে।
রিশাদের আগে কোহলির ভোগান্তির নাম ছিলেন আদিল রাশিদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ম্যাচ খেলে দুটিতেই এই লেগ স্পিনারের শিকার তিনি। এর মধ্যে একটিতে তিনি ফিফটি করেছেন বটে। তবে রাশিদের সামনে স্বস্তিতে ছিলেন না খুব একটা।
শেষ নয় সেখানেই। আরেকটু পিছিয়ে যদি এর আগের সিরিজে ফিরে যাওয়া হয়, সেখানেও কোহলির মূল হন্তারক ছিলেন লেগ স্পিনাররাই। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের প্রথম ম্যাচে তিনি আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে, পরের ম্যাচে তাকে বিদায় করেন জেফ্রি ভ্যান্ডারসে। ওই সিরিজের শেষ ম্যাচটিতে তিনি আউট হন দুনিথ ওয়েলালাগের বাঁহাতি স্পিনে।
সব মিলিয়ে সবশেষ ছয়টি ওয়ানডে ইনিংসে তিনি আউট হয়েছেন স্পিনে, এর পাঁচটিই লেগ স্পিনে।
এই জায়গায় তাই চিন্তিত হওয়ার কারণ দেখছেন গাভাস্কার। ভারতের সাবেক এই অধিনায়ক ও ধারাভাষ্যকারের মতে, কোহলির টেকনিকের কিছু জায়গা শাণিত করতে হবে।
“এখানে বড় ব্যাপার হয়ে, তার ব্যাটের মুখ উন্মুক্ত হয়ে যাচ্ছে। অস্টেলিয়া সফরে (বোর্ডার-গাভাস্কার ট্রফিতে) পেসারদের খেলার ক্ষেত্রেও তার এমনটি হয়েছিল। ব্যাটের মুখ উন্মুক্ত করে কাভার দিয়ে খেলার চেষ্টায় নিজের বিপদ ডেকে এনেছিল। এই ব্যাপারটিতে তার নজর দিতে হবে।”
“(বাংলাদেশের বিপক্ষে) রিশাদের বলে আউট হওয়ার আগে কয়েকবার সে বল তাড়া করার চেষ্টা করেছিল। বল টার্ন করেছিল, সৌভাগ্যবশত তখন তার ব্যাটের মুখ উন্মুক্ত থাকায় ব্যাটের কানা স্পর্শ করেনি বল। কিন্তু এই জায়গায় তাকে আরও আঁটসাঁট হতে হবে। মূল ব্যাপারটি… হ্যাঁ, একই ধরনের বোলিংয়ের বিপক্ষে বারবার আউট হতে থাকলে, অবশ্যই সেখানে দুর্ভাবনার কারণ কিছু আছে।”
পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও রোববার কোহলির অপেক্ষায় থাকবে লেগ স্পিনের চ্যালেঞ্জ। সেখানে তাকে সামলাতে হতে পারে আবরার আহমেদকে।