আইপিএলের নতুন আসরের শুরুটা সুখকর হলো না রোহিতের জন্য।
Published : 23 Mar 2025, 08:57 PM
প্রথম তিন বলে নেই কোনো রান। পরের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শার্মা। আইপিএলের নতুন আসরের শুরুতে রানের খাতা খুলতে পারলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান। তার নাম উঠে গেল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোববার চার বল খেলে শূন্য রানে আউট হন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত। প্রথম ওভারে পেসার খালিল আহমেদের বলে ক্যাচ দেন তিনি।
আইপিএলের ১৮তম আসর এটি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে রোহিত শূন্য রানে আউট হলেন ১৮ বার, যা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। তার সমান ১৮ বার শূন্য রানে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল ও দিনেশ কার্তিকও। ১৬ বার করে আছে পীযুষ চাওলা ও সুনিল নারাইনের।
আরেকটি জায়গায় এদিন কার্তিককে ছাড়িয়ে যান রোহিত। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের তালিকায় এখন এককভাবে দুইয়ে আছেন তিনি (২৫৮)। কার্তিক (২৫৭) নেমে গেছেন তিনে। সবার ওপরে আছেন রোহিতের এই ম্যাচের প্রতিপক্ষ মাহেন্দ্র সিং ধোনি (২৬৪)।
আড়াইশর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আর কেবল একজনের- ভিরাট কোহলি (২৫৩)। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন এই তারকা।