ধোনিকে ‘মেন্টর’ নিয়োগের কারণ বোধগম্য নয় জাদেজার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2021 08:49 PM BdST Updated: 12 Sep 2021 08:50 PM BdST
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে ভারত দলের ‘মেন্টর’ নিয়োগ দেওয়ায় খুশি হয়েছেন অনেকেই। তবে সে তালিকায় নেই অজয় জাদেজা। সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান ও এখনকার ধারাভাষ্যকার বরং বোর্ডের এমন সিদ্ধান্তে ভীষণ অবাক হয়েছেন। হঠাৎ কেন দলে একজন মেন্টর প্রয়োজন হলো, বুঝতেই পারছেন না তিনি।
বিশ্বকাপের জন্য গত বুধবার ভারতের দল ঘোষণার সময়ই জানানো হয়, দলের মেন্টর হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক ধোনি। কোচ রবি শাস্ত্রী, অন্যান্য কোচিং স্টাফের সঙ্গে মিলে পরিকল্পনা ও দিক-নির্দেশনা দেওয়ায় কাজ করবেন একমাত্র অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, তিনটিই জেতা ধোনি।
এই সিদ্ধান্তের পেছনের উদ্দেশ বুঝতে পারছে না জাদেজা। সনি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুলেছেন এই নিয়োগ নিয়ে। তবে ধোনিকে নিয়ে যে তার কোনো প্রশ্ন নেই, সেটাও পরিষ্কার করেছেন।
“বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি দুই দিন ধরে বোঝার চেষ্টা করছি, এই সিদ্ধান্তের পেছনে যুক্তি কী হতে পারে। আমি ধোনিকে নিয়ে বলছি না। সে কত ভালো বুঝতে পারে বা দলের জন্য কতটা কাজে লাগতে পারে, সেদিকে আমি যাচ্ছি না। এটা যেন অজিঙ্কার (রাহানে) আগে রবীন্দ্রকে (জাদেজা) ব্যাটিংয়ে পাঠানোর মতো।”
“আমি আসলে অবাক হয়েছি। আমার চেয়ে ধোনির বড় ভক্ত নেই। আমি বিশ্বাস করি, ধোনিই প্রথম অধিনায়ক যে কিনা দায়িত্ব ছাড়ার আগে নিজেই পরবর্তী অধিনায়ক তৈরি করেছিল। অন্যথায় তারা যখন ইচ্ছা অধিনায়ক পরিবর্তন করতে থাকত।”
দলে বিরাট কোহলির মতো অধিনায়ক ও শাস্ত্রীর মতো একজন কোচ থাকতে মেন্টর কেন প্রয়োজন হলো, তা যেন মাথাতেই ঢুকছে না জাদেজার।
“আমাদের এমন একজন কোচ আছে যার কোচিংয়ে আমরা বিশ্বের এক নম্বর দল হয়েছি। রাতারাতি কী এমন ঘটল যে একজন মেন্টরের প্রয়োজন হয়ে পড়ল? এই ভাবনাই আমাকে অবাক করছে।”
-
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার