সানির ৫ উইকেট, মঈন-সালমানের দৃঢ়তা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2019 05:08 PM BdST Updated: 19 Nov 2019 05:44 PM BdST
দ্বিতীয় ইনিংসে দেড়শর আগেই বরিশালের ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ঢাকা মেট্রো। তবে প্রথম ইনিংসের মতো আবারও প্রতিরোধ গড়লেন দুই তরুণ সালমান হোসেন ও মঈন খান। ড্রয়ে শেষ হলো ঢাকা মেট্রো ও বরিশালের দ্বিতীয় স্তরের ম্যাচ।
জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান তুলে অলআউট হয় বরিশাল। ২১৮ রানের লক্ষ্যে মেট্রো ৫ ওভারে ১ উইকেটে ১৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩০ রান নিয়ে দিন শুরু করে বরিশাল। থিতু হয়ে বিদায় নেন নুরুজ্জামান ও সোহাগ গাজী। ষষ্ঠ উইকেটে সালমানকে নিয়ে ৫৮ রানের জুটিতে প্রতিরোধের শুরুটা করেন ফজলে মাহমুদ।
দলীয় ১৪২ রানে আসিফ হাসানের বলে মাহমুদ এলবিডব্লিউ হলে ফের চাপে পড়ে বরিশাল। প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংসে খেলা বাঁহাতি ব্যাটসম্যান এবার করেন ৭৫ রান।
মঈনের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফিরে যান সালমানও। প্রথম ইনিংসে ৭২ রান করা সালমান এই ইনিংসে করেন ৫৩।
শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে আরও ২১ ওভার কাটিয়ে দেন মঈন, স্কোরবোর্ডে যোগ করেন ৮০ রান। প্রথম ইনিংসে ৭৫ রান করা তরুণ ডানহাতি ব্যাটসম্যান শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ৮০ রান।
৮৫ রানে ৫ উইকেট নিয়ে মেট্রোর সেরা বোলার আরাফাত সানি। ৪১ রানে ৩ উইকেট পান তাসকিন আহমেদ।
প্রথম ইনিংসের সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসের ফিফটিতে ম্যাচ সেরা ফজলে মাহমুদ। ষষ্ঠ রাউন্ডে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে দুই দিনেই চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উঠেছে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ১০৮.২ ওভারে ৪১৪
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৪০.৩ ওভারে ৪৬৬
বরিশাল ২য় ইনিংস: (আগের দিন ৩০/৩) ৮৪ ওভারে ২৬৯ (নাফীস ৯, সায়েম ১, ফজলে ৭৫, শামসুল ০, নুরুজ্জামান ১০, সোহাগ ১৯, সালমান ৫৩, মঈন ৮০, মনির ১০, রাব্বি ১০, লিখন ০*; শরিফউল্লাহ ১৫-১-৬০-০, সানি ৩২-৭-৮৫-৫, তাসকিন ১৬-৩-৪১-৩, আসিফ ১৫-৩-৬৩-২, আল আমিন ৩-০-১৪-০, শামসুর ৩-০-৪-০)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৫ ওভারে ১৯/১ (আজমির ১০, সৈকত ৮*, শামসুর ১*; রাব্বি ৩-০-১২-১, লিখন ২-০-৭-০)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক