ব্যাটিংয়ে ভরাডুবির কারণ খুঁজছেন অধিনায়কও

প্রধান কোচ স্টিভ রোডসের জানা নেই উত্তর। অধিনায়ক মাহমুদউল্লাহর কাছেও নেই ব্যাখ্যা। টেস্টে টানা ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজে ফিরছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 12:05 PM
Updated : 6 Nov 2018, 03:35 PM

টানা আট ইনিংস ধরে দুইশ রানে যেতে পারেনি তারা। জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে ১৫১ রানের বিব্রতকর হারের পর মাহমুদউল্লাহ জানান, যেভাবেই হোক ব্যাটিংয়ে ভরাডুবির কারণ তাদের খুঁজে বের করতেই হবে।

“আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব রান করা। ব্যাটসম্যানরা যদি ভালো রান না করতে পারে, তাহলে কোনো লাভ নেই। সব ইস্যুগুলো নিয়ে এক সাথে কথা বলে আমাদের সমস্যা বের করতেই হবে। বের করতে হবে এখান থেকে বের হওয়ার উপায়।”

“কারণ, এভাবে ব্যাটিং ব্যর্থতার দায়ভার আমরা নিতে চাই না। আমাদের সবার ব্যক্তিগত একটা ভাবমূর্তি আছে। একই সাথে এটা বাংলাদেশ দলেরও (ভাবমূর্তির) ব্যাপার। আমরা বাংলাদেশ দলের জন্য খেলছি, অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে কিছু ফেরত দিতে হবে।”

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৩ ও ১৬৯ রানে অলআউটের পেছনে উইকেটের কোনো দায় দেখেন না মাহমুদউল্লাহ।

“এই হারের জন্য আপনি উইকেটের দোষ দিতে পারবেন না। বোলারদের বিরুদ্ধেও কোনো অভিযোগ করতে পারবেন না। কারণ, তারা ধারাবাহিকভাবে পারফরম করছে। তাইজুলের কথাই বলি, সে অনেক ভালো বল করেছে। মিরাজ, আবু জায়েদ ভালো বল করেছে।”

আগের দিন সংবাদ সম্মেলনে কোচ রোডস বলেছিলেন, এক পেসার আর তিন স্পিনার নিয়ে গড়া বাংলাদেশের একাদশ নিয়ে প্রশ্ন ওঠা যৌক্তিক। তবে মাহমুদউল্লাহ মনে করেন, সেরা একাদশ নিয়েই সিলেট টেস্টে খেলতে নেমেছিলেন তারা।

“আমাদের একাদশ একদম ঠিক ছিল। কারণ পিচ ছিল শুষ্ক। তাই এখানে তিন জন স্পিনার খেলানো আমার আর টিম ম্যানেজমেন্টের কাছে মনে হয়েছে যথোপযুক্ত সিদ্ধান্ত।”