বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপি শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব।
Published : 27 May 2024, 10:16 PM
বাইরে ঝুম বৃষ্টি, তাতে জলমগ্ন শহর। এমন সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের সুর-ছন্দে মেতেছিল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা।
মিলনায়তনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সরাসরি এ অনুষ্ঠান উপভোগ করেছেন দর্শক-শ্রোতা।
সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি ছিল অন্য সব দিনের চেয়ে অনেকটাই ফাঁকা। তবুও শতাধিক দর্শক এসেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের টানে। তারা সরাসরি মিলনায়তনে বসে উপভোগ করেছেন ধ্রুপদী সুরের মনোমুগ্ধকর পরিবেশনা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপি শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব।
সোমবার উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনা শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায়। তারা সমবেত কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন।
এরপর সমবেত মনিপুরি নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা, যার নৃত্য পরিচালনায় ছিলেন সুইটি দাস চৌধুরী এবং ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চলের শিল্পীরা।
পরে একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও ড. শেখর মণ্ডল। ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। একক সংগীত পরিবেশন করেন শেখ জসিম ও সাইফুল তানকার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির দিনে ঘরে থাকার চেয়ে এখানে এসে শাস্ত্রীয় গান ও নাচের পরিবেশনা উপভোগ করতে দারুণ লেগেছে। আমার বন্ধু মঞ্চে পারফরমেন্স করেছে বলেই এসেছি, নইলে হয়তো এই বৃষ্টির দিনে আসতাম না। কিন্তু এখানে আসার পর অন্যদের পারফরমেন্স দেখে খুব ভালো লেগেছে। মনে হয়েছে আসার কষ্টটা সার্থক হয়েছে।”
দ্বিতীয় দিনের আয়োজনে একক শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন সুম্মিতা দেবনাথ সুচী।
এ দিনের সবশেষ পরিবেশনায় ছিল সমবেত নৃত্য ‘কত্থক’। এটি পরিবেশন করে রেওয়াজ পারফরম্যান্স স্কুল, যার নৃত্য পরিচালনায় ছিলেন মুনমুন আহমেদ।
উৎসবের তৃতীয় দিন মঙ্গলবার শুরুতেই সমবেত দলীয় সংগীত পরিবেশন করবে সরকারী সংগীত কলেজ। একক সংগীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান ও একক নৃত্য পরিবেশন করবেন মোহনা মিম।
এরপর সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যছন্দ। একক সংগীত পরিবেশন করবেন ঋতুপর্ণা চক্রবর্তী ও বিশ্বজিৎ জোদ্দার।
পরে একক ‘মনিপুরি’ নৃত্য পরিবেশন করবেন প্রিয়াংকা সাহা ও একক ‘কত্থক’ নৃত্য পরিবেশন করতেন ফিফা চাকমা। এরপর সমবেত ‘মনিপুরি’ নৃত্য পরিবেশন করবে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র।
এছাড়া একক সংগীত পরিবেশন করবেন টিংকু শীল ও মীরাজুল জান্নাত সোনিয়া। একক নৃত্য পরিবেশন করবেন মোহাম্মদ হানিফ এবং একক সংগীত পরিবেশন করবেন সৌমিতা বোস। শেষে সমবেত নৃত্য পরিবেশন করবেন নৃত্যবৃত্তি।