আইপিএল
১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, উইকেটের জন্য না গিয়ে রক্ষণাত্মক বোলিং করছেন চেন্নাই সুপার কিংস স্পিনার।
Published : 22 Apr 2025, 06:03 PM
আইপিএলের চলতি আসরে রাভিচান্দ্রান অশ্বিনের পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিশেষ করে, সবশেষ ম্যাচে যে বোলিং করেছেন ভারতীয় অভিজ্ঞ স্পিনার, তাতে ভীষণ বিরক্ত তিনি। দেশটির বিশ্বকাপ জয়ী ওপেনারের মতে, উইকেটের জন্য বোলিং না করে নিরাপদে চার ওভার পার করতে চাইছেন অশ্বিন।
গত রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটে হারা ম্যাচে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে অশ্বিনকে নামায় চেন্নাই সুপার কিংস। পাওয়ার প্লের চতুর্থ ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
১৭৭ রান তাড়ায় ততক্ষণে ৩৫ রান করে ফেলেছে মুম্বাই। চেন্নাইয়ের তখন প্রয়োজন প্রতিপক্ষের উদ্বোধনী জুটি ভাঙা। কিন্তু শ্রীকান্তের মতে, অশ্বিন সেই পথেই হাঁটেননি। রক্ষণাত্মক বোলিং করে কাটিয়ে দেন ওভার।
অশ্বিনের প্রথম ওভারে একটি লেগবাইসহ আসে তিন রান। পাওয়ার শেষ ওভারে ফের বোলিংয়ে এসে একটি চার হজম করেন অশ্বিন। ওভারটি থেকে আসে ৬ রান।
পরে অষ্টম ও দ্বাদশ ওভারে কোটার বাকি দুই ওভার শেষ করেন অশ্বিন। চার ওভার করে একটি উইকেটও নিতে পারেননি তিনি, খরচ করেন ২৫ রান।
আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও উইকেটশূন্য থাকেন অশ্বিন, ৩০ রান দিয়ে। আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে তার শিকার কেবল পাঁচ উইকেট।
চেন্নাই-মুম্বাই ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেল ‘চিকি চিকা’ তে অশ্বিনের বোলিং নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীকান্ত।
“কি করছে অশ্বিন? সে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে উঠেছে। সে উইকেট নিতে চাইছে না। ভাবনাটা এমন যে, ‘আমাকে এই চার ওভার পার করতে দাও।’ সে (মুম্বাই ম্যাচে) কখনও উইকেট নেওয়ার জন্য বল করেনি। কেবল নিরাপদে বোলিং করেছে। আজকে অশ্বিনকে নেওয়ার কারণ কী ছিল? দুটি উইকেট নেওয়া এবং ম্যাচ জেতানো। কিন্তু সে কী করল? পাওয়ার প্লেতে নিরাপদ বোলিং করল।”
“চেন্নাই সুপার কিংসের জন্য তার এমন বোলিং মোটেও গুরুত্বপূর্ণ ছিল না। মুম্বাই ইন্ডিয়ান্সও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছে, তার বলে সিঙ্গেল নিয়েছে। আপনাকে ম্যাচের পরিস্থিতি, আইপিএলের পরিস্থিতি বুঝতে হবে এবং সেই অনুযায়ী বোলিং করতে হবে।”
মুম্বাই ম্যাচে হেরে আইপিএলের প্লে অফে খেলার পথ আরও কঠিন হয়ে গেছে চেন্নাইয়ের। ৮ ম্যাচে কেবল দুটি জেতা দলটি পয়েন্ট টেবিলে আছে তলানিতে।
চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী শুক্রবার, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।