লম্বা সময় অপেক্ষা করেও কাজ হয়নি। শেষ হাসি হেসেছে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় পরিত্যক্ত হয়েছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স এবং ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ।
Published : 15 Nov 2017, 02:56 PM
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের কোনো ম্যাচেই টস হয়নি। প্রথম ম্যাচের কাট অফ সময় ছিল বিকাল ৩টা ৫৫ মিনিটে। এর ২০ মিনিট আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সকাল থেকেই ঢাকা ছিল সেন্টার উইকেট। বেলা ১২টার পর দুই দল কিছুটা সময় ওয়ার্মআপও করে। বৃষ্টি নামার পর সেন্টার উইকেটের পাশের কিছু অংশও কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়।
সারাদিনই মেঘে ঢাকা আকাশ। পড়েছে গুড়িগুড়ি বৃষ্টি। সাড়ে তিনটার পর ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
ছয় ম্যাচে সিলেটের পয়েন্ট ৭। পাঁচ ম্যাচে খুলনার পয়েন্ট ৫।
মাঠেই নামতে পারেনি ঢাকা ও চিটাগংয়ের ক্রিকেটাররা। ছয় ফ্লাড লাইটের পাঁচটিই ছিল বন্ধ। দ্বিতীয় ম্যাচের কাট অফ সময় ছিল রাত ৮টা ৫৬ মিনিটে। তার ঘণ্টা খানেক আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
৫ ম্যাচে ঢাকার পয়েন্ট ৭। সমান ম্যাচে চিটাগংয়ের পয়েন্ট ৩।