রোহিত ও সুরিয়াকুমার ইয়াদাভের খুনে ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
Published : 21 Apr 2025, 12:30 AM
আগের দিন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেকে ঝড়ো ইনিংস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী বৈভাব সুরিয়াভানশি। পরদিন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রেখে সামর্থ্যের ঝলক দেখালেন আরেক টিনএজার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ক্যামিও ইনিংস খেললেন ১৭ বছর বয়সী আয়ুশ মাত্রে।
তবে দিনের শেষে সব আলো কেড়ে নিলেন রোহিত শার্মা ও সুরিয়াকুমার ইয়াদাভ। তাদের বিস্ফোরক জুটিতে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স।
চলতি আইপিএলে নিজের প্রথম ছয় ইনিংসে কেবল ৮২ রান (সর্বোচ্চ ২৬) করে প্রবল চাপে ছিলেন রোহিত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার রান তাড়ায় তিনি খেললেন ৪৫ বলে অপরাজিত ৭৬ রানের বিধ্বংসী ইনিংস। ৬টি ছক্কা ও ৪টি চারে গড়া ইনিংসে ম্যাচের সেরা তিনিই। ৫ ছক্কায় ও ৬ চারে ৩০ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন সুরিয়াকুমার।
এই দুজনের ৫৪ বলে অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটিতে ১৭৭ রানের লক্ষ্য ৯ উইকেট ও ২৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় মুম্বাই।
এই ম্যাচ দিয়ে আয়ুশের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ১৭ বছর ২৭৮ দিন বয়সে। আইপিএলে চেন্নাইয়ের সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন তিনিই। এতদিন রেকর্ডটি ছিল আভিনাভ মুকুন্দের। ২০০৮ সালে প্রথম আসরে তার অভিষেক হয়েছিল ১৮ বছর ১৩৯ দিন বয়সে।
তিন নম্বরে নেমে ২টি ছক্কা ও ৪টি চারে ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন আয়ুশ।
মুখোমুখি দ্বিতীয় বলেই তিনি চার মারেন অশ্বিনি কুমারকে। তরুণ এই পেসারের পরের বলে চমৎকার শটে ছক্কা মারেন ডিপ মিডউইকেটের ওপর দিয়ে। পরের বলে পুল করে ছক্কা আরেকটি।
পরে আরও তিনটি বাউন্ডারি মেরে দিপাক চাহারকে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ক্যাচ দিয়ে শেষ হয় তার ছোট্ট ঝড়ো ইনিংস।
পরে রাভিন্দ্রা জাদেজা (৩৫ বলে ৫৩*) ও শিভাম দুবের (৩২ বলে ৫০) ফিফটিতে লড়াইয়ের পুঁজি গড়লেও বোলিংয়ে পাত্তাই পেল না চেন্নাই।
শুরুতে এবারের আইপিএলে ছিলেন না আয়ুশ। গত নভেম্বরের মেগা নিলামে তিনি দল পাননি। টুর্নামেন্টের মাঝপথে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে গেলে তার বদলি হিসেবে নেওয়া হয় আয়ুশকে।
এই তরুণ রেকর্ড বইয়ে নাম লেখান অবশ্য আইপিএলে আসার আগেই। গত ডিসেম্বরে ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে নাগাল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে ১৮১ রানের ইনিংস খেলেন তিনি, যা সবচেয়ে কম বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেড়শ ছোঁয়া ইনিংসের কীর্তি।
এক ম্যাচ পর ৯৩ বলে ১৪৮ রানের আরেকটি বিধ্বংসী ইনিংস খেলেন সৌরাষ্ট্রের বিপক্ষে।
৭ ম্যাচে ৬৫.৪২ গড় ও ১৩৫.৫০ স্ট্রাইক রেটে ওই আসরে তিনি করেন মোট ৪৫৮ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচে তার সেঞ্চুরি আছে দুটি।
এবার আইপিএল অভিষেকে খুব বড় কিছু করতে না পারলেও সামর্থ্যের ছাপ ঠিকই রাখলেন তিনি।