হাবিবুলের রেকর্ড ছুঁলেন তামিম

প্রথম ইনিংসে করেছিলেন ৭১। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেও তামিম ইকবাল পেরিয়ে গেলেন পঞ্চাশ। এক টেস্টে জোড়া পঞ্চাশ এই নিয়ে পেলেন তামিম ৬ বার। ছুঁলেন বাংলাদেশের রেকর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 05:37 AM
Updated : 29 August 2017, 07:30 PM

এতদিন এই রেকর্ড এককভাবে ছিল হাবিবুল বাশারের। ৫০ টেস্টের ক্যারিয়ারে সাবেক অধিনায়ক ৬ বার ছুঁয়েছিলেন এক টেস্টে জোড়া পঞ্চাশ। তামিম তাকে স্পর্শ করলেন ৫০ টেস্টেই।

তামিম টেস্ট ক্যারিয়ার শুরুই করেছিলেন দুটি হাফ সেঞ্চুরিতে। ২০০৮ সালে ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫৩ ও ৮৪। এরপর ২০১০ সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ ও ৫২, কদিন পর ইংল্যান্ডে গিয়ে লর্ডসে ৫৫ ও ১০৩।

এরপর আবার বছর তিনেকের অপেক্ষা। ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ৯৫ ও ৭০, পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে করলেন ১০৯ ও ৬৫। এরপর আবার এই টেস্ট।

এছাড়াও আরও দুটি টেস্টে হাফ সেঞ্চুরির পাশাপাশি তামিমের আছে ৪৯ ও ৪৮ রানের ইনিংস।

এই দুজন ছাড়া পঞ্চাশ এক টেস্টে একাধিকবার আছে বাংলাদেশের আর মাত্র তিনজনের। এই টেস্টের আগে তিনবার করেছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ও নাসির হোসেন দুবার করে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা মোহাম্মদ আশরাফুল করতে পারেননি একবারও।