আমার আউট নিয়ে প্রশ্ন থাকা উচিত নয়: তামিম

ঢাকা টেস্টের দুই ইনিংসেই খুব ভালো বলে আউট হয়েছেন তামিম ইকবাল। অমন বল হলে ব্যাটসম্যানের করার থাকে সামন্যই। নিজের আউট নিয়ে তাই কোনো আক্ষেপ নেই তামিমের। খানিকটা হতাশা আছে শতক না পাওয়ায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 02:06 PM
Updated : 29 August 2017, 07:14 PM

প্রথম ইনিংসে ৭১ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ দিয়েছিলেন তামিম। দ্বিতীয় ইনিংসে ফিরেন ৭৮ রান করে। প্যাট কামিন্সের বল আচমকা লাফিয়ে গ্লাভস ছুঁয়ে ক্যাচ যায় উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাছে। তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তামিম বলছিলেন নিজের আউট নিয়ে।

 

“যেভাবে আউট হয়েছি, তা নিয়ে প্রশ্ন থাকা উচিত নয়। কারণ, আমার নিয়ন্ত্রণে ছিল না, প্রথম ইনিংসেরটাও (তাই)। তবে আমি যেভাবে ব্যাটিং করেছি, শতক পেলে অবশ্যই খুশি হতাম। যেভাবে ডিসিপ্লিনড ওয়েতে আমি ব্যাটিং করেছি, যতটা কষ্ট করেছি, আমার একটা সেঞ্চুরি প্রাপ্যই ছিল।”