চোট পেয়ে দেশে ফিরছেন হেইজেলউড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2017 06:47 PM BdST Updated: 30 Aug 2017 01:30 AM BdST
মিরপুর টেস্ট অস্ট্রেলিয়া জিততে পারবে কিনা, সেটি বলবে সময়। তবে পরের টেস্টের জন্য ধাক্কা হয়ে এলো একটি দুঃসবাদ। শরীরের বাঁ পাশে টান লাগায় সিরিজ থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড। দীর্ঘদেহী মিডিয়াম ফাস্ট বোলার যেতে পারবেন না আসছে ভারত সফরেও।
Related Stories
মিরপুর টেস্টের তৃতীয় দিন সকালে হেইজেলউড করতে পেরেছেন মাত্র সাত বল। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি করার পর অস্বস্তি অনুভব করেন। হাত দিয়ে চেপে ধরেন শরীরের বাঁ পাশ। এরপর অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তখনই। পরে আর ফেরেননি মাঠে।
একজন বোলার কম নিয়েও বাংলাদেশকে ২২১ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। ২৬৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে তারা ২ উইকেটে ১০৯ রান নিয়ে।
দিন শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেন, হেইজেলউডের সফর শেষ। তার বদলে কে আসবে জানা যেতে পারে বুধবার।
মিরপুর টেস্টের দুই পেসার হেইজেলউড ও প্যাট কামিন্স ছাড়া অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন আরেক পেসার আছেন জ্যাকসন বার্ড।
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট