চোট পেয়ে দেশে ফিরছেন হেইজেলউড

মিরপুর টেস্ট অস্ট্রেলিয়া জিততে পারবে কিনা, সেটি বলবে সময়। তবে পরের টেস্টের জন্য ধাক্কা হয়ে এলো একটি দুঃসবাদ। শরীরের বাঁ পাশে টান লাগায় সিরিজ থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড। দীর্ঘদেহী মিডিয়াম ফাস্ট বোলার যেতে পারবেন না আসছে ভারত সফরেও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 12:47 PM
Updated : 29 August 2017, 07:30 PM

মিরপুর টেস্টের তৃতীয় দিন সকালে হেইজেলউড করতে পেরেছেন মাত্র সাত বল। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি করার পর অস্বস্তি অনুভব করেন। হাত দিয়ে চেপে ধরেন শরীরের বাঁ পাশ। এরপর অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তখনই। পরে আর ফেরেননি মাঠে।

একজন বোলার কম নিয়েও বাংলাদেশকে ২২১ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। ২৬৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে তারা ২ উইকেটে ১০৯ রান নিয়ে।

দিন শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেন, হেইজেলউডের সফর শেষ। তার বদলে কে আসবে জানা যেতে পারে বুধবার।

মিরপুর টেস্টের দুই পেসার হেইজেলউড ও প্যাট কামিন্স ছাড়া অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন আরেক পেসার আছেন জ্যাকসন বার্ড।