‘দারুণ অবস্থানে অস্ট্রেলিয়া’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2017 08:17 PM BdST Updated: 30 Aug 2017 01:13 AM BdST
২ উইকেটে ২৮ থেকে দিন শেষে ওই দুই উইকেটেই ১০৯ রান। ফিকে হয়ে যাওয়া জয়ের স্বপ্নে আবার রঙের ছটা। উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন, তবে জয়টা খুবই সম্ভব অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের কণ্ঠে শোনা গেল সেই আত্মবিশ্বাসেরই ঝঙ্কার।
Related Stories
মিরপুর টেস্টে জয়ের জন্য চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫৬ রান, বাংলাদেশের চাই ৮ উইকেট।
প্রথম ইনিসে ৪৩ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফিরিয়েছে ন্যাথান লায়নের ৬ উইকেট। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২২১ রানে।
২৬৫ রান তাড়ায় অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়েছিল দ্রুত। সেখান থেকে দলকে জয়ের রাস্তায় তুলে দিয়েছে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি।
দিন শেষ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে কামিন্স শোনালেন তাদের রোমাঞ্চের কথা। এই ফাস্ট বোলারের বিশ্বাস, চতুর্থ দিন সকালে একটি ঘণ্টা নিজেদের করে নিতে পারলে ম্যাচটিও নিজেদের করতে পারবে অস্ট্রেলিয়া।
“আমরা এখন দারুণ অবস্থানে আছি। লক্ষ্য ২৬৫ রানে আটকে রাখতে পারা ছিল দারুণ ব্যাপার। এরপর যেভাবে আজকের দিনটি শেষ হলো, কাল একটি ঘণ্টা ভালো কাটাতে পারলেই কাজ হয়ে যাবে।”
“আজকে দিনের শেষ ঘণ্টা আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমি সত্যিই আত্মবিশ্বাসী। ডেভি ও স্মিথকে মনে হয়েছে দারুণ পরিকল্পনা নিয়ে ব্যাট করছে। সবকিছু তাদের নিয়ন্ত্রণে। সবকিছু তাই দারুণ সম্ভাবনাময়। মাত্র ১৫০ রান দূরে আমরা।”
কামিন্স বলছেন ১৫০ রান ‘মাত্র’। এরপর সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল বললেন, দেড়শ এখনও অনেক দূরের পথ। সময়েই উত্তর মিলবে, কার পথ গিয়ে ঠেকবে জয়ের ঠিকানায়!
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
-
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ