প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন ভিরাট কোহলি।
Published : 13 Apr 2025, 07:39 PM
লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বেরিয়ে এসে লং-অন দিয়ে বিশাল ছক্কায় ওড়ালেন ভিরাট কোহলি। পূর্ণ হলো তার ফিফটি। ভারতীয় তারকা স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক।
আইপিএলে রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান তাড়ায় ৪৫ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে বড় অবদান রাখেন কোহলি।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০৫ ম্যাচে তার শততম ফিফটি এটি। ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ১০৮টি ফিফটি নিয়ে চূড়ায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
এই দুজনের পরে আছেন পাকিস্তানের বাবর আজম। তার ফিফটি ৯০টি। ৮৮টি ফিফটি নিয়ে চারে ক্রিস গেইল। পাঁচ নম্বরে জস বাটলারের ফিফটি ৮৬টি।
আইপিএলে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন কোহলি। এখানেও ওয়ার্নারের পাশে বসেছেন তিনি, দুজনেরই ৬৬টি করে।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এখানে ২৫০ ইনিংসে তার ফিফটি ৫৮টি, সেঞ্চুরি ৮টি।
দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৮৪ ইনিংসে ওয়ার্নার ফিফটি করেন ৬২টি, সেঞ্চুরি ৪টি।
চলতি আইপিএলে ছয় ম্যাচে তিনটি ফিফটি করে ফেললেন কোহলি। আসর শুরু করেন তিনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান তাড়ায় ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে। পরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেন ৪২ বলে ৬৭ রান।
এবার রাজস্থানের বিপক্ষে ৪টি চার ও ২টি ছক্কায় গড়া অপরাজিত ৬২ রানের এই ইনিংস। তার উদ্বোধনী জুটির সঙ্গী ফিল সল্ট এদিন করেন ৩৩ বলে ৬৫ রান। ১৭৪ রানের লক্ষ্য ৯ উইকেট আর ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বেঙ্গালুরু।