অস্ট্রেলিয়া বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার কেশভ মহারাজ।
Published : 14 Aug 2023, 08:58 PM
ব্যাটিংয়ের ধরনে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অবিশ্বাস্য মিল থাকায় ডেওয়াল্ড ব্রেভিসকে ডাকা হয় ‘বেবি এবি’ নামে। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে এরই মধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে ফেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দরজাও খুলে গেল তার জন্য।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণের দলেই আছেন ২০ বছর বয়সী ব্রেভিস।
২০২২ যুব বিশ্বকাপে রানের রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার তুমুল প্রতিভাবান ব্যাটসম্যান ব্রেভিস। ৬ ইনিংসে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করে পেছনে ফেলেন ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ৮৪.১৬ গড়ে করা ৫০৫ রানের আগের রেকর্ড।
আগ্রাসী ব্যাটসম্যান ব্রেভিসকে পরে দলে নেয় আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের আরও দুই ফ্র্যাঞ্চাইজি এমআই কেপ টাউন ও এমআই নিউইয়র্কের হয়েও খেলেছেন তিনি। এছাড়া সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।
সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে ১৪১.৮০ স্ট্রাইক রেটে ১ হাজার ৫৫ রান করেছেন ব্রেভিস। এই তরুণের নামের পাশে রয়েছে ১টি সেঞ্চুরি ও ২ ফিফটি। ৮ লিস্ট ‘এ’ ম্যাচে তার রান ২৪৭।
অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে নতুন মুখ আছেন আরও দুইজন-ব্যাটসম্যান ডোনাভান ফেরেইরা ও ম্যাথু ব্রিটসকি। দুই জনকেই রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ১৪৮.৯৪ গড়ে ৭০৩ রান করেছেন ২৫ বছর বয়সী ফেরেইরা। আর ২৪ বছর বয়সী ব্রিটসকির অভিজ্ঞতা ৪৯ টি-টোয়েন্টির। ৮ ফিফটি ও ১৩০.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ১০১ রান।
জেরল্ড কুটসিয়াকে রাখা হয়েছে সীমিত ওভারের দুই সংস্করণের দলে। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে মাঠে নামা হয়নি ২২ বছর বয়সী পেসার কুটসিয়ার।
গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে বাম অ্যাকিলিস টেন্ডন ফেটে যায় কেশভ মহারাজের। লম্বা সময় বাইরে থাকা এই বাঁহাতি স্পিনার ফিরেছেন দলে। শেষ দুই টি-টোয়েন্টির জন্য দলে রাখা হয়েছে তাকে, পাওয়া যাবে পুরো ওয়ানডে সিরিজেও।
চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন টেম্বা বাভুমা। টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে এবার ২০ ওভারের সংস্করণের দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
কুইন্টন ডি কক, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদাকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজে ফিরবেন তারা।
দল ঘোষণার দিন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বিশ্বকাপের জন্য আগামী ৫ সেপ্টেম্বর ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী ৩০ অগাস্ট। ওয়ানডে সিরিজ শুরু ৭ সেপ্টেম্বর থেকে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটসকি, ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, ডোনাভান ফেরেইরা, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রাসি ফন ডার ডাসেন।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডাসেন।